For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন, দিলেন স্পষ্ট বার্তা

বিহারের সাংসদ জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব দল ছাড়তে বললেই দল ছেড়ে দেবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা শনিবার তৃণমূলের ব্রিগেড সমাবেশে হাজির হয়ে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে। যার পরেই খবর বিজেপি এবার ব্যবস্থা নিতে চলেছে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে।

বিজেপিতে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন

দল মনে করছে একনাগাড়ে শত্রুঘ্নর মন্তব্য নেতিবাচক প্রভাব ফেলছে সমর্থকদের মনে। বিজেপি সভাপতি অমিত শাহ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এবার তিনি শত্রুঘ্নর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নরেন্দ্র মোদীও দলের নেতা হিসাবে শোকজ করতে পারেন শত্রুঘ্ন সিনহাকে। তারপরই দল তাঁকে ছেঁটে ফেলতে পারে।

যদিও এমন ঘটনার পর চুপ করে বসার পাত্র নন শত্রুঘ্নও। মমতার সভায় ডাক পেয়ে আরও দলবিরোধী হয়ে উঠেছেন তিনি। বিহারের সাংসদ জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব দল ছাড়তে বললেই দল ছেড়ে দেবেন তিনি।

পাশাপাশি বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকেও নিশানা করেছেন শত্রুঘ্ন। 'কে এই মোদী? আমি বিজেপিতে একজন মোদীকেই চিনি। তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে এঁরা যে আমাকে বলছে কী করতে হবে? এঁদের বলুন আমার নাম নিয়ে কথা বলে প্রচার পাওয়া এবার বন্ধ করতে। হাইকম্যান্ড বললে তবেই দল ছাড়ব।' বলেছেন তিনি।

কলকাতার সভায় উপস্থিত হয়ে শত্রুঘ্ন বলেছেন, দলে একনায়কতন্ত্র চলছে। অটল-আদবানির জমানায় গণতন্ত্র ছিল। মোদী-শাহের জমানায় একনায়কতন্ত্র চলছে। পাশাপাশি তিনিও কেন্দ্র সরকার বদলের ডাক দেন। অথচ তিনি এখনও বিজেপি সাংসদ রয়েছেন।

English summary
Shatrughan Sinha says will quit BJP if asked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X