For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের টিকিটে প্রার্থী হবেন বিজেপির সাংসদ! ২০১৯ লোকসভায় তাল ঠুকছেন রাহুল

বিজেপির সাংসদ তিনি, কিন্তু সখ্যতা নেই বিজেপির সঙ্গে। বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা এবার কংগ্রেসে প্রার্থী হতে পারেন। বিহার থেকেই তিনি লড়তে পারেন লোকসভা নির্বাচনে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির সাংসদ তিনি, কিন্তু সখ্যতা নেই বিজেপির সঙ্গে। মোদী-শাহদের দলে তিনি ব্রাত্য। দলের সাংসদ পদে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে বিষোদ্গার করতে তিনি দ্বিধা করেননি। সেই বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা এবার কংগ্রেসে প্রার্থী হতে পারেন। বিহার থেকেই তিনি লড়তে পারেন লোকসভা নির্বাচনে।

কংগ্রেসের টিকিট বিহারীবাবুকে?

কংগ্রেসের টিকিট বিহারীবাবুকে?

রাজনৈতিক মহলে জোর খবর, রাহুল গান্ধী টিকিট দিতে পারেন বিহারীবাবুকে। এবার হাত চিহ্নে তিনি লড়তে পারেন নিজের পছন্দের আসনে। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। উভয়ের মধ্যেই আলোচনা চলছে। উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা এর আগে কংগ্রেস বা আরজেডি থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

কংগ্রেস ও আরজেডি সমর্থিত নির্দল প্রার্থী?

কংগ্রেস ও আরজেডি সমর্থিত নির্দল প্রার্থী?

একইসঙ্গে এমন কথাও চলছে যে, শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে সরাসরি কংগ্রেসে যোগ না দিয়ে নির্দল প্রার্থী হিসেবেও দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে কংগ্রেস ও আরজেডি সমর্থিত নির্দল প্রার্থী হবেন শত্রুঘ্ন সিনহা। আরজেডির তরফে এমনই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বিরোধী মহাজোটের প্রার্থী হবেন ঠিকই, কিন্তু কোন দলের টিকিটে তিনি লোকসভায় লড়বেন, তা স্পষ্ট হয়নি।

বিজেপিতে থেকেই বিজেপি-বিরোধী মুখ

বিজেপিতে থেকেই বিজেপি-বিরোধী মুখ

শত্রুঘ্ন সিনহা যেভাবে বিজেপিতে থেকেই বিজেপি-বিরোধী মুখ হয়ে উঠেছেন, বিজেপিবিরোধী মঞ্চে সামিল হয়েছেন, তারপর তাঁর মুখ ব্যবহার করতে চাইছে আরজেডি। তাই কংগ্রেসে সরাসরি যোগ না দিয়ে তাঁকে নির্দল প্রার্থী হিসেবে ব্যবহার করতে চাইছে লালুপ্রসাদ যাদবের দল। কথা চলছে, তাঁকে পাটনা সাহিব কেন্দ্র থেকেই টিকিট দেওয়ার। শত্রুঘ্ন সিনহাও তাই চাইছেন।

[আরও পড়ুন: এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য][আরও পড়ুন: এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য]

কংগ্রেস-আরজেডি আসনরফা

কংগ্রেস-আরজেডি আসনরফা

উল্লেখ্য, বিহারে লোকসভা আসনের ৪০টির মধ্যে কংগ্রেস ১৫টি আসনে প্রার্থী দিতে চেয়েছিল। শেষে স্থির হয়েছে ১১টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। আরজেডি লড়বে ২৫টি আসনে। আর উপেন্দ্র কুশওয়া, জিতেনরাম মাজির দল লড়বে বাকি আসনগুলিতে। আসন বণ্টন নিয়ে আরজেডির তেজস্বী যাদবের সঙ্গে আলোচনা চলছে কংগ্রেসের।

[আরও পড়ুন: বিজেপি ছাড়লেন প্রাক্তন ‘পতিদার' নেত্রী, লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড় ভাঙন][আরও পড়ুন: বিজেপি ছাড়লেন প্রাক্তন ‘পতিদার' নেত্রী, লোকসভা ভোটের মুখে মোদী-রাজ্যে বড় ভাঙন]

[আরও পড়ুন: তৃণমূল প্রার্থী নূসরত জাহানের আপত্তিকর ছবি, মন্তব্য পোস্টের অভিযোগ! গ্রেফতার বিজেপির ২][আরও পড়ুন: তৃণমূল প্রার্থী নূসরত জাহানের আপত্তিকর ছবি, মন্তব্য পোস্টের অভিযোগ! গ্রেফতার বিজেপির ২]

English summary
Shatrughan Sinha can be candidate from Congress in Lok Sabha Election 2019. He became BJP MP, but he was anti Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X