For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিশানায় মোদীর 'দম্ভ' থেকে বিজেপি নেতৃত্ব, টুইট-'বান' শত্রুঘ্নর

ফের একবার স্ববাবসিদ্ধ ভঙ্গিতে নিজের দল তথা দলীয় নেতা নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বিজেপি নেতা শত্রুঘ্ন সিন্হা।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার স্ববাবসিদ্ধ ভঙ্গিতে নিজের দল তথা দলীয় নেতা নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বিজেপি নেতা শত্রুঘ্ন সিন্হা। গতকাল উত্তর প্রদেশে উপ নির্বাচনে বিজেপি-র হারের পর , দলীয় নেতৃত্বকে নিশানা করেন শত্রুঘ্ন। বিতর্কিত এক টুইটে নিজের বক্তব্য রাখেন এই সাংসদ।

নিশানায় মোদীর দম্ভ থেকে বিজেপি নেতৃত্ব, টুইট-বান শত্রুঘ্নর

[আরও পড়ুন:গোরক্ষপুর উপনির্বাচনে '২৯' সংখ্যাটি প্রাসঙ্গিক হল কীভাবে! নেপথ্যে কোন ঘটনা][আরও পড়ুন:গোরক্ষপুর উপনির্বাচনে '২৯' সংখ্যাটি প্রাসঙ্গিক হল কীভাবে! নেপথ্যে কোন ঘটনা]

এদিনের টুইটে শত্রুঘ্ন সিনহা, নরেন্দ্র মোদীর নাম না করে কটাক্ষের সুরে জানান, ' আমি বার বার বলছি , দম্ভ, রাগ, আত্মতুষ্টি গণতান্ত্রিক রাজনীতিতে সবচেয়ে বেশি মারাত্মক। সেটা ট্রাম্পের থেকেই আসুক বা মিত্রোঁ বা কোনও বিরোধী নেতার থেকেই আসুক। জয় হিন্দ!'

শুধু একটিমাত্র টুইট করেই থেকে থাকেননি শত্রুঘ্ন সিনহা। এরপর তিনি উত্তর প্রদেশ উপনির্বাচন প্রসঙ্গে কার্যত মোদীর বিরুদ্ধো তোপ দেগে দাবি করেন, সামনেই ঝোডট়া সময়ে আসছে বলে। বিজেপি-র অস্তিত্ব সংকট সম্পর্কেও ইঙ্গিত দেন এই বিজেপি সাংসদ।

তবে , বিজেপি-র এই রাজনৈতিক বিপর্যয়ে তিনি যোগী আদিত্যনাথের পাশে রয়েছেন বলে দাবি করেন শত্রুঘ্ন।

শুধু বিজেপি-কে একহাত নেওয়াই নয়, এরপর, অখিলেশ ও মায়াবতীকেও উপনির্বাচনে জয় প্রসঙ্গে তিনি অবিনন্দনও জানান। উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও বহুবার বিজেপি-কে আক্রমণ তথা কেন্দ্রীয় নেতৃত্বকে আক্রমণ করেছে বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। এজন্য তাঁকে একবার কটাক্ষও করেন বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার তাঁর টুইট ঝড়ের প্রেক্ষিতে বিজেপি কী অবস্থান নেয় তাঁকে নিয়ে সেদিকেই নজর অনেকের।

English summary
hatrughan Sinha Attacks Modi amnd hits out at BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X