For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের গাড়িতেই হাসাপাতাল থেকে ফিরলেন বাড়ি, শশীকলাকে নিয়ে জোর জল্পনা রাজনীতির আঙিনায়

এআইডিএমকে-র পতাকা লাগানো গাড়িতে হাসপাতাল থেকে ফিরলেন শশীকলা

  • |
Google Oneindia Bengali News

কারামুক্তির পর এবার হাসপাতাল থেকেও ছাড়া পেলেন জয়ললিতার অন্যতম প্রধান সহযোগী তথা তামিল রাজনীতির অন্যতম প্রধান মুখ শশীকলা। নতুন বছরের শুরুতেই করোনার কবলে পড়েন এআইএডিএমকে-র এই বহিষ্কৃত প্রাক্তন নেত্রী। কিছুদিন আগে থেকে বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলেও জানা যায়। অবশেষে রবিবারই দীর্ঘ রোগভোগের পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি।

দলের গাড়িতেই হাসাপাতাল থেকে ফিরলেন বাড়ি, শশীকলাকে নিয়ে জোর জল্পনা রাজনীতির আঙিনায়

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৬৬ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিগত ৪ বছর ধরে জেলবন্দি ছিলেন শশীকলা। অবশেষে গত বুধবারই খাতায় কলমে মুক্তি পান তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার একদা ছায়াসঙ্গী। অন্যদিকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সামনে আসতেই এআইএডিএমকে থেকেও বহিষ্কৃত হয়েছিলেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ। এদিকে শশীকলার মুক্তির পর থেকেই তাঁর রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা দানা বাঁধছিল বিভিন্ন মহলে। এমতাবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পওয়ার দিনও সেই উত্তাপ জারি রইল বলেই খবর।

এদিকে বাংলা, অসম, কেরলের পাশাপাশি বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে তামিলনাড়ুতেও। এদিকে তারমাঝে রবিবার শশীকলার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার মূহূর্তে জারি রইল রাজনৈতিক নাটকীয়তা। সহজ কথায় এদিন এইআইডিএমকে পতাকা গালানো একটি গাড়ি করেই হাসপাতাল থেকে বাসভবনের দিকে রওয়ান দিলেন শশীকলা। আর এখানেই দানা বাঁধছে নতুন জল্পনা। এমনকী ভোটের আগে দলীয় পতাকা লাগানো গাড়িতে শশীকলা সওয়ার হওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এমনকী আসন্ন বিধানসভা ভোটে তাঁকে কী ভূমিকা দেখা যেতে পারে তা নিয়েও শুরু হয়েছে জোরদার জল্পনা।

বাজেট ২০২১: রাজ্যসভায় অধিবেশন সম্পর্কে কী জানালেন বেঙ্কাইয়া নাইডু বাজেট ২০২১: রাজ্যসভায় অধিবেশন সম্পর্কে কী জানালেন বেঙ্কাইয়া নাইডু

English summary
returned home from the hospital in the party's car, rumors about Shashikala in the courtyard of politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X