For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন নেহরুর জন্যই, মোদীকে বেলাগাম আক্রমণ থারুরের

কংগ্রেস সাংসদ শশী থারুর এর আগে শিবের মাথায় বসে থাকা বিছে বলে কটাক্ষ করেছিলেন মোদিকে। এবার থারুর বলেন, মোদী প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহরুর জন্যই।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের বেলাগাম আক্রামণ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এর আগে শিবের মাথায় বসে থাকা বিছে বলে কটাক্ষ করেছিলেন মোদিকে। এবার থারুর বলেন, মোদী প্রধানমন্ত্রী হয়েছেন জওহরলাল নেহরুর জন্যই। কংগ্রেস সাংসদের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।

চা-ওয়ালা প্রধানমন্ত্রী নেহরুর জন্য মোদী

চা-ওয়ালা প্রধানমন্ত্রী নেহরুর জন্য মোদী

আজ একজন চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্য। বুধবার জওহরলাল নেহরুর জন্মদিবসের অনুষ্ঠানে থারুর এই মন্তব্যেই মোদীকে কটাক্ষ করেন। দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরেই শশী থারুর বলেন, নেহরু এমন এক প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গড়ে তুলেছিলেন, সেখানে দেশের যে কোনও মানুষ দেশের শীর্ষ আসনে বসতে পারেন। একজন চা-ওয়ালাও বসতে পারেন।

নেহরু প্রসঙ্গে থারুর

নেহরু প্রসঙ্গে থারুর

তিরুবনন্তপুরমের সাসংদ বলেন, নেহরুকে নিয়ে সোশাল মিডিয়ায় যে সমস্ত তথ্য ছড়ানো হচ্ছে তা মিথ্যা, অবিশ্বাসযোগ্য। নেহরু ভারতমাতার একজন মহান সন্তান। তাঁর বিরুদ্ধে এক শ্রেণি মানুষ কুৎসা রটাতেই সোশাল মিডিয়ায় মিথ্যা রটনা করছেন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তা করা হচ্ছে।

বিজেপির পাল্টা টুইটে

থারুরের এই মন্তব্যের পরই পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি এরপরই টুইটারে লেখেন- নেহরু হল আসল কারণ, যাঁর জন্য মনুষ্যত্ব বেঁচে রয়েছে। তাই তাঁর অবদানের কথা ভোলার নয়। তাঁর অবদানের সঙ্গে অন্য কিছুর তুলনা করা যায় না।

শিবলিঙ্গের মাথায় বিছে

শিবলিঙ্গের মাথায় বিছে

থারুর আগে কটাক্ষ করেছিলেন, শিবলিঙ্গের মাথায় বিছের মতো চড়ে বসেছেন নরেন্দ্র মোদী। তাঁকে না পারা যাচ্ছে হাত দিয়ে সরাতে। না পারা যাচ্ছে চপ্পল দিয়ে মারতে। আরএসএসের নাম করে এমনই বাক্যবাণে প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, মোদীর ভূমিকায় আরএসএস রীতিমতো হতাশ।

শশীর বিছে কথন

শশীর বিছে কথন

শশীর কথায়, সেই কারণেই প্রধানমন্ত্রী মোদীকে বিছের সঙ্গে তুলনা করে বসেছেন এক আরএসএস নেতা। আরএসএসের কোন নেতা এই কথা বলেছেন, তাঁর নাম করেননি থারুর। কিন্তু মোদীজিকে তিনি বিছের সঙ্গে তুলনা করেছেন। এমনও বলেছেন মোদীর কাজে আদৌ সন্তুষ্ট নয় আরএসএস।

শশীর ‘হিন্দু-পাকিস্তান’ মন্তব্য

শশীর ‘হিন্দু-পাকিস্তান’ মন্তব্য

শুধু মোদীকে শিবলিঙ্গের মাথায় বিছে বলেই কটাক্ষ করেননি। তার আগে থারুর বিতর্কে জড়িয়েছিলেন তাঁর ‘হিন্দু-পাকিস্তান' মন্তব্যে। তিনি বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে হিন্দু পাকিস্তানে পরিণত হবে ভারত। মোট কথা, কংগ্রেসের শীর্ষ নেতা থারুর বিজেপি ও মোদীকে ধারাবাহিকভাবে নিশানা করে চলেছেন।

আরএসএসের মাথায় মোদী

আরএসএসের মাথায় মোদী

শশী থারুর আরও বলেছিলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আরএসএস সংগঠনের মাথায় চড়ে বসেছেন। এমনকী প্রধানমন্ত্রীর অফিসের পুরনো কর্মীদের এখন মোদী নিযুক্ত কর্মীদের উপর নির্ভর করতে হয়। সেই কারণেই সিবিআই অধিকর্তার অপসারণের খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাকে না। বিভিন্ন বিদেশ নীতি নিয়ে অজ্ঞ থাকেন বিদেশমন্ত্রী।

English summary
Shashi Tharur criticizes Narendra Modi became PM for Jaharlal Nehru. A tea-Wala Prime Minister is possible for our first PM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X