For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পুলওয়ামা' চোরাবালি থেকে কংগ্রেসকে টেনে তুলতে বিজেপিকে প্রতি আক্রমণ শশী থারুরের

Google Oneindia Bengali News

পুলওয়ামার ঘটনায় বিরোধী দলগুলির অবস্থান নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির বক্তব্য, পাকিস্তান যখন পুলওয়ামা হামলার পিছনে তাদের হাত থাকার বিষয় স্বীকার করেছে, তখন কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে। কারণ, ওই হামলার পর কংগ্রেস নানা রকম ষড়যন্ত্রের তত্ত্ব খাঁড়া করছিল। বিজেপি নেতাদের এই আক্রমণের মুখে এবার পালটা দিলেন কংগ্রেসের শশী থারুর।

তেজস্বীর জনপ্রিয়তার সামনে মুখ থুবড়ে পড়েছেন নীতীশ, শেষ আশা সেই 'ব্র্যান্ড মোদী'তেজস্বীর জনপ্রিয়তার সামনে মুখ থুবড়ে পড়েছেন নীতীশ, শেষ আশা সেই 'ব্র্যান্ড মোদী'

কী বলেন শশী থারুর

কী বলেন শশী থারুর

এদিন শশী থারুর বিজেপিকে পাল্টা তোপ দেগে প্রশ্ন কেরন, 'বিজেপি আমাদের ঠিক কী কারণে ক্ষমা চাইতে বলছে, আমি এখনও বুঝেতে পারলাম না। সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম যে, সরকার আমাদের সেনা জওয়ানদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা জাতীয় পতাকার জন্য আওয়াজ তুলেছিলাম। এই ঘটনা নিয়ে রাজনৈতিক ভাবে লাভবান হওয়ার চেষ্টা করিনি। আমরা প্রত্যেক শহিদ জওয়ানের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম। বিজেপি কী সেজন্যই আমাদের ক্ষমা চাইতে বলছে?'

কংগ্রেসকে আক্রমণ মোদীর

কংগ্রেসকে আক্রমণ মোদীর

এদিকে এই ইস্যুতে এদিন প্রধানমন্ত্রী কংগ্রেসকে তোপ দেগে বলেছেন, 'গত কয়েকদিনে প্রতিবেশী দেশ থেকে যে খবর প্রকাশ পাচ্ছে। যেভাবে তাদের সাংসদ হামলার বিষয়টি স্বীকার করেছে, তাতে প্রকৃত চেহারাটি প্রকাশ পেয়েছে (যারা আক্রমণ অস্বীকার করেছে)। রাজনৈতিক স্বার্থের জন্য তাদের এই ধরনের কাজ প্রকাশ পাচ্ছে। পুলওয়ামা হামলার পরের রাজনীতি তার এক বিশাল উদাহরণ।'

শত্রুদের স্বার্থে কাজ না করার আবেদন

শত্রুদের স্বার্থে কাজ না করার আবেদন

প্রধানমন্ত্রী বিরোধী দলগুলিকে দেশের সুরক্ষার স্বার্থে এই জাতীয় রাজনীতিতে জড়িত না হওয়ার এবং শত্রুদের স্বার্থে কাজ না করার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, 'আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে, সবার আগে রয়েছে দেশের স্বার্থ। যখন আমরা সকলের স্বার্থে কাজ করব, তবেই দেশের উন্নতি হবে।'

পুলওয়ামা নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা

পুলওয়ামা নিয়ে বিজেপি-কংগ্রেস তরজা

এই বছরের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা আক্রমণের প্রথম বার্ষিকীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি-কে টার্গেট করেছিলেন। ক্ষমতাসীন দলকে তিনি প্রশ্ন করেছিলেন "আক্রমণ থেকে সবচেয়ে বেশি কে উপকৃত হয়েছে?' এই হামলার তদন্তের ফলাফল সম্পর্কেও জানতে চেয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরী পুলওয়ামা কাণ্ডের দায় রীতিমতো স্বীকার করেন। এরপরই কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলে বিজেপি।

English summary
Shashi Tharoor snubs BJP on Pakistan's Pulwama comment, asks why should Congress say sorry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X