For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ইঞ্চি জমি পাকিস্তানকে আমরা দেব না, কাশ্মীর ইস্যুতে মোদীর পাশে শশী থারুর

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে কংগ্রেসের বিরোধিতা ছিল চরমে। সেই অবস্থান থেকে হঠাত করে ১৮০ ডিগ্রি ঘুের কাশ্মীর নিয়ে মোদীর পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল

Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে কংগ্রেসের বিরোধিতা ছিল চরমে। সেই অবস্থান থেকে হঠাত করে ১৮০ ডিগ্রি ঘুের কাশ্মীর নিয়ে মোদীর পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাতে সমর্থন জানিয়েছেন আরেক কংগ্রেস নেতা এবং মোদীর কট্টর সমালোচক শশী থারুর। সেই শশীই রাষ্ট্রপুঞ্জে মোদীকে সমর্থনের বার্তা দিয়েছেন

পাকিস্তানকে এক ইঞ্চি জমি নয়

পাকিস্তানকে এক ইঞ্চি জমি নয়

পাকিস্তানকে এক ইঞ্জি জমি ছাড়বে না ভারত। সব বিরোধী দল একসঙ্গে মোদীর পাশে আছেন। শনিবার রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু উত্থাপনের আগে এমনই বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি জানিয়েছেন মোদী সরকারের কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধিতা করলেও দেশের বাইরে ভারতবাসী হিসেবে মোদীর পাশে থাকবে সব বিরোধীরা।

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের নালিশ

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের নালিশ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকেছে পাকিস্তান। জেনেভায় আয়োজিত রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার রক্ষা কমিশনে নালিশ ঠুকতে সেখানে পৌঁেছ গিয়েছেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সূত্রের খবর সেখানে কাশ্মীরের বাসিন্দাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করতে চলেছে পাকিস্তান।

গিলগিট-বালোচ নিয়ে পাল্টা তোপ শশীর

গিলগিট-বালোচ নিয়ে পাল্টা তোপ শশীর

পাকিস্তান একদিকে কাশ্মীর নিয়ে সরব হয়েছে অথচ নিজের দেশের গিলগিট আর বালোেচর বাসিন্দাদের সঙ্গে কী আচরণ করছে তাঁরা। এই নিয়ে পাল্টা পাকিস্তানকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি দাবি করেছেন নিজের দেশের দিকে না তাকিয়ে অন্যের দেশের দিকে আঙুল তোলা উচিত নয়। পাকিস্তান সেই কাজই করছে।

মোদীর পাশে শশী

মোদীর পাশে শশী

রাষ্ট্রপুঞ্জে মোদী পাশে থাকার বার্তা দিয়ে শশী বলেছেন। বিরোধী হলেও কাশ্মীর নিয়ে বাইরের কোনও দেশের নাক গলানো বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে মোদীকে একজোটে পূর্ণ সমর্থন জানাবে বিরোধীরা।

<strong>[আরও পড়ুন: ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের]</strong>[আরও পড়ুন: ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের]

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বিজেপি হারাতে উৎসাহী নয় কংগ্রেস! গা বাঁচিয়ে চলার চাঞ্চল্যকর অভিযোগ ][আরও পড়ুন: মহারাষ্ট্রে বিজেপি হারাতে উৎসাহী নয় কংগ্রেস! গা বাঁচিয়ে চলার চাঞ্চল্যকর অভিযোগ ]

English summary
Shashi Tharoor slammed Pakistan over the Kashmir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X