For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওলা ,উবরে চড়ার অভ্যাস পাল্টাতে হতে পারে আপনাকে, আসছে সরকারের নতুন নিয়ম

খুব শিগগিরিই অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা বাতিল করতে চলেছে সরকার। আপাতত দিল্লিতে লাগু হতে চলেছে এই নিয়ম। সিটি ট্যাক্সি স্কিম ২০১৭ আনতে চলেছে পরিবহণ বিভাগ।

  • |
Google Oneindia Bengali News

ওলা কিংবা উবরের শেয়ার ক্যাবে অনেকেই যাতায়াত করেন। প্রয়োজনে চটজলদি এই ক্যাব মেলে বলে সুবিধাও হয় প্রবল। তাছাড়া কম খরচে অনেকদূর যেতে শেয়ার ক্যাবকেই নির্ভরযোগ্য মনে করেন অনেকে। তবে এবার শেয়ার ক্যাবে চড়ার অভ্যাস থাকলে , তা পাল্টাতে হতে পারে। কারণ এই সংক্রান্ত এক নতুন নিয়ম আসছে সরকারের তরফে।[আরও পড়ুন: উবার তো চড়েন, কিন্তু কখনও কি এই সুন্দরীর সওয়ারি হয়েছেন, পড়ুন কাহিনি]

খুব শিগগিরিই অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা বাতিল করতে চলেছে সরকার। আপাতত দিল্লিতে লাগু হতে চলেছে এই নিয়ম। সিটি ট্যাক্সি স্কিম ২০১৭ আনতে চলেছে পরিবহণ বিভাগ। আপাতত এই বিলের খসড়া প্রস্তুত হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে আইনতভাবে বৈধতার আওতায় আসেনা শেয়ার ক্যাব। তবে এই আইনের আওতায় আসে ট্যাক্সি। তাই শেয়ার ক্যাবকে বাতিল করার পথে এগোচ্ছে সরকার।[আরও পড়ুন:বাস, মিনি ভ্যান পরিষেবা নিয়ে ভারতের বাজারে আসছে উবার, চড়া যাবে শেয়ারে]

ওলা ,উবরে চড়ার অভ্যাস পাল্টাতে হতে পারে আপনাকে, আসছে সরকারের নতুন নিয়ম

তবে ,সরকারি এক আধিকারিকের মতে , সরকার ক্যাব শেয়ারিং এ বিপক্ষে নয়। তবে যেহেতু এই পরিষেবা আইনি আওতার বাইরে তাই একে বাতিল করতে বাধ্য হচ্ছে সরকার। উল্লেখ্য, অ্যাপ ভিত্তিক পরিবষেবাকে বেশ কিছু নিয়মকানুনে বাঁধতে চাইছে সরকার। সেই কর্মকাণ্ডের অংশ হিসাবেই শেয়ার সার্ভিস বন্ধ করার মতো কঠিন পদক্ষেপের পথে সরকার।

English summary
Soon, app-based cabs may be barred from offering the ride-sharing option to customers in the capital. The City Taxi Scheme, 2017, the draft of which is being finalised by the Delhi government's transport department, is likely to ban this service as "it's legally not permitted".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X