For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদিনের মহাপতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, একনজরে সেনসেক্স-নিফটি

তিনদিনের মহাপতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, একনজরে সেনসেক্স-নিফটি

  • |
Google Oneindia Bengali News

তিনদিনের পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এক লপ্তে সেনসেক্স বাড়ল ৪৭৯ পয়েন্ট। আর নিফটি ফের ১৭ হাজারের উপরে উঠল। বুধবার বাজার বন্ধের আগে এসএন্ডপি বিএসই সেনসেক্স ৪৭৮.৫৯ পয়েন্ট বেড়ে ৫৭,৬২৫.৯১ হয়েছে। আর নিফটি ৫০ এদিন ১৪০.০৫ পয়েন্ট বেড়ে ১৭১৩২ পয়েন্ট হয়েছে।

বুধবার ০.৮ শতাংশের বেশি বেড়েছে ইক্যুইটি সূচকগুলি

বুধবার ০.৮ শতাংশের বেশি বেড়েছে ইক্যুইটি সূচকগুলি

এদিন বিএসই এবং ন্যাশনার স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইক্যুইটি সূচকগুলি তিন-সেশন হারানো স্ট্রিক থেকে বেরিয়ে এসে বুধবার ০.৮ শতাংশের বেশি বেড়েছে। কারণ আগের সেশনে বিশ্বব্যাপী তেলের দামের পতনের ফলে বিনিয়োগকারীরা অপেক্ষা করছিল খুচরা মুদ্রাস্ফীতির তথ্য এবং আইটি প্রধঘান উইপ্রোর ত্রৈমাসিক ফলাফলের উপর।

দুদিনের মহাপতনের ধাক্কা সামলে বুধবার খানিক উন্নতি

দুদিনের মহাপতনের ধাক্কা সামলে বুধবার খানিক উন্নতি

লক্ষ্মীপুজোর পর মার্কেট খুলতেই বিগত দুদিন শেয়ার মার্কেটে ধস অব্যাহত ছিল। সেনসেক্স-নিফটির মহাপতন দেখা গিয়েছিল। সোমবার শেয়ার মার্কেটে ৩ লক্ষ কোটি হারিয়েছিলেন বিনিয়োগকারীরা আর মঙ্গলবার ৪ লক্ষ কোটি হারান বিনিয়োগকারীরা। ফলে ভারতীয় অর্থনীতিতে মোক্ষম আঘাত নেমে আসে। বুধবার সেখান থেকে খনিকটা উন্নতি হয়েছে।

মঙ্গলবারের সঙ্গে বুধবারেকর সেনসেক্স-নিফটির সূচক তুলনা

মঙ্গলবারের সঙ্গে বুধবারেকর সেনসেক্স-নিফটির সূচক তুলনা

মঙ্গলবার মার্কেট বন্ধের আগে সেনসেক্স পড়েছিল ৯০০ পয়েন্ট। এদিন ৪৭৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। আর নিফটি নেমে গিয়েছিল ১৭ হাজারের নীচে। তা আবার বেড়ে ১৭ হাজারের উপরে উঠেছে। টাকার দামও বেশ পড়ে গিয়েছিল। পরপর দুদিন শেয়ার মার্কেটে বিপুল ধসের পর এদিন তবু লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা।

কোন স্টক লাভ দিল, কোন স্টক পিছিয়ে ছিল

কোন স্টক লাভ দিল, কোন স্টক পিছিয়ে ছিল

এদিন লাভকারী স্টক হিসেবে উঠে আসে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এনটিপিসি, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা এম অ্যান্ড এম, আল্ট্রাটেক সিমেন্ট, এইচসিএল টেকনোলজি, নেসলে ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, হিন্দুস্থান ইউনিলিভার বা এইচইউএল, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরশন বা এইচডিএফসি ও লারসেন অ্যান্ড টুব্রো বা এলঅ্যান্ডটি। আর যে সমস্ত স্টক পিছিয়ে ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য এশিয়ান পেন্টস, ড. রেড্ডি'স ল্যাবরেটরিজ, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাইটান কোম্পানি।

আইএমএফ যখন বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে

আইএমএফ যখন বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে

অভ্যন্তরীণ বাজার বিশ্বব্যাপী দুর্বলতা কাটিয়ে উঠতে সফল হয়েছিল। কারণ এটি ত্রৈমাসিক আয়ের উপর দৃষ্টি নিবন্ধ করেছিল। আইটি সেক্টর শক্তিশালী সূচনা করেছিল এদিন। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনার মধ্যে আইএমএফ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। একই সময়ে চিনে মন্দা চলছে।

তিনদিনের ধাক্কা সামলে সামনের দিকে শেয়ার মার্কেট

তিনদিনের ধাক্কা সামলে সামনের দিকে শেয়ার মার্কেট

ভারতীয় ইক্যুইটি বেঞ্চমার্কগুলি বুধবারের মূল খুচরো মুদ্রাস্ফীতির তথ্যের আগে ব়্যালি করেছে, যা তিনদিনের ধাক্কা সামলে সামনের দিকে এগোতে সহায়ক হয়েছে। তেলের দামের পতনও ভারতীয় বেঞ্চমার্কের অনুভূতিকে সাহায্য করেছে। বুধবার এশীয় বাজারগুলি দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে। চিনের কঠোর বিধিনিষেধ এ জন্য দায়ী।

রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোর জন্য বড় স্বস্তি, এককালীন ২২,০০০ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত কেন্দ্রেররাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোর জন্য বড় স্বস্তি, এককালীন ২২,০০০ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত কেন্দ্রের

English summary
Share market turns around after three days of shock and Sensex-Nifty again in up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X