For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে করোনা সংক্রমণ বাড়তেই ফের পড়তে শুরু করল শেয়ার বাজার!

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দ্বীতিয় সপ্তাহের শুরুতই ফের বড় ধাক্কা খেল শেয়ার বাজার। এদিন শেয়ার বাজারের লেনদেন চালু হতেই সেনসেক্স পড়ে যায় ১১০০ পয়েন্ট। এর জেরে সূচক গিয়ে দাঁড়ায় ২৮,৭০৮.৩৩ পয়েন্টে। এর আগে গত সপ্তাহে অর্থমন্ত্রীর করোনা সংক্রান্ত প্যাকেজ ঘোষণার পর শএয়ার বাজার উর্ধ্বমুখী হয়েছিল। তবে নতুন সপ্তাহ শুরু হতেই ফের পতন দেখা গেল বাজারে।

পড়েছে নিফটিও

পড়েছে নিফটিও

এদিকে শুধু সেনেক্স নয় এদিন করোনা আতঙ্কে পতন হয়েছে নিফটিরও। ৩২৬ পয়েন্ট পড়ে গিয়ে এক সময়ে নিফটি গিয়ে দাঁড়ায় ৮৩৩৩.৬০ পয়েন্টে। এদিকে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ১১০০ হয়েছে। মারা গিয়েছেন ২৭ জন। বিশএষজ্ঞদের মত, এই পরিস্থিতিতে স্বল্প মেয়াদের বিনিয়োগকারীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়।

লোকশানের মুখে ব্যাঙ্ক ও গাড়ি প্রস্তুতকারক সংস্থা

লোকশানের মুখে ব্যাঙ্ক ও গাড়ি প্রস্তুতকারক সংস্থা

অবশ্য শেয়ার বাজারে প্রথম ঘণ্টার লেনদেন শেষে কিছুটা স্বস্তি পান বিনিয়োগকারীরা। কারণ দিনের নুন্যতম স্থান থেকে প্রায় ৫০০ পয়েন্ট উঠে আসে সেনসেক্স। ঘুড়ে দাঁড়ায় নিফটিও। আজকের শেয়ার বাজারে যে সব সেক্টর লোকশানের মুখে পড়েছে, তাদের মধ্যে ব্যাঙ্ক ছাড়াও রয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা।

গত সপ্তাহে উর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার

গত সপ্তাহে উর্ধ্বমুখী হয়েছিল শেয়ার বাজার

আগের সপ্তাহে শেয়ার বাজারের সূচক নেমে গিয়েছিল ২৫ বাজারের ঘরে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক প্যাকেজ ঘোষণার পরই ফের চাঙ্গা হয়ে উঠেছিল শেয়ার বাজার। ৩১ হাজার পয়েন্ট ছুঁয়ে ফেলে সেনসেক্স।

১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনার জেরে গরিব মানুষের যআতে কষ্ট না হয় বা অর্থনীতির উপর যাতে বেশি চাপ না পড়ে, সেটাই ছইল সেই প্যাকেজের মূল উদ্দেশ্য।

English summary
share market stumbles as week begins with news of more coronavirus spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X