আশা জাগিয়েও ব্যর্থ মোদীর আর্থিক প্যাকেজ! বড় ধস শেয়ার বাজারে, ক্ষতির মুখে ব্যাঙ্কগুলি
মোদীর ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণার পরদিনই তরতরিয়ে উঠেছিল শেয়ারবাজার। কয়েকমিনিটেই ৪ শতাংশ বেড়ে গিয়েছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রীর দ্বিতীয় দফায় প্যাকেজের বিবরণের পরই আশাহত হতে শুরু করেন বিনিয়োগকারীরা। আর রবিবার শেষ দফায় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজ সংক্রান্ত ঘোষণার পর এদিন শেয়ার বাজার খুলতেই বড় ধস লক্ষ্য করা যায়।

৮০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সে
এদিন শেয়ার বাজারের লেনদেন চালু হতেই ৮০০ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। ব্যাঙ্কগুলির শেয়ারের দরে দেখা যায় উল্লেখযোগ্য পতন। এদিন সেনসেক্স নেমে যায় ৩০,২২৬.৬৭ পয়েন্টে। পাশাপাশি নিফটিও পড়ে যায় ২২৬ পয়েন্ট। এর জেরে ৯ হাজারের গণ্ডির নিচে নেমে যায় নিফটি।

ক্ষতির মুখে যেই সংস্থাগুলি
এদিন সব থেকে ক্ষতির সম্মুখীন হয় আইআইসিআই ব্যাঙ্ক। তাদের শেয়ারের দর নেমে যায় ৬ শতাংশ। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, বাজাজ পিন্যান্স, টাইটান, মারুতি, ইন্দাসইন্ড ব্যাঙ্ক, ওএনজিসির শেয়ারের দামে পতন হয় বিশাল।

আত্মনির্ভর ভারত অভিযান
বেহাল অর্থনীতির হাল ফেরাতে 'আত্মনির্ভর ভারত অভিযান' নামে ২০ লাখ কোটি টাকার মেগা প্যাকেজের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। মহাকাশ থেকে কয়লা খাদান সর্বত্র বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের অভিযোগ দেশ বিক্রি করছে কেন্দ্রীয় সরকার। কংগ্রেস, সিপিআইএস সহ বিভিন্ন দল সরব হয়েছে এই নিয়ে।

কেন শেয়ার বাজারে ধস?
প্রতিরক্ষায় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সীমা বেড়ে হয়েছে ৭৪ শতাংশ। আরও ছটি বিমানবন্দর বেসরকারি হাতে যাবে। বিদ্যুৎ ক্ষেত্রেও বেসরকারিকরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই আবহে দেশীয় বিনিয়োগকারীরা ভরসা হারাচ্ছেন। বিশেষজ্ঞদের মত, এর জেরেই এরম ধস দেখা গিয়েছে শেয়ার বাজারে।
