For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রকোপেও ১০ বছরের রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার!

Google Oneindia Bengali News

বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়তেই ধস নামে বিশ্ব অর্থনীতিতে। সেই প্রকোপে জর্জরিত হয় ভারতও। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত ভাবে পতন দেখা যায় বম্বে ও ন্যাশনাল শেয়ার বাজারে। তবে সেই গ্রাফ আজ উল্টো পথে ধেয়ে উর্ধ্বমুখী হয় শেয়ার বাজার। এর ফলে ৮ হাজার কোটি টাকা চলে আসে বিনিয়োগকারীদের পকেটে।

এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স

এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স

আজ এক লাফে ২৪০০ পয়েন্ট ওঠে সেনসেক্স। যা শতাংশের নিরিখে প্রায় ৯ শতাংশ। গত দশ বছরের নিরিখে তা রেকর্ড লাফ। মঙ্গলবার শেয়ার সূচক সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৩০,০৬৭.২১ পয়েন্টে।

কোন কোন শেয়ারের দাম বাড়ে আজ?

কোন কোন শেয়ারের দাম বাড়ে আজ?

এদিন সেনসেক্সের অধীনে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ও হাল-এর শেয়ারের দাম বাড়ে। নিফটির অন্তর্গত যে শেয়ারগুলির দাম বেড়েছে, তাদের মধ্যে আছে সিপলা, ডক্টর রেড্ডিস এবং জেএসডব্লু স্টিল। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি টুইনস, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের শেয়ারেরও দাম বাড়ে।

বিশ্ববাজার ওঠায় ঊর্ধ্বমূখী হয় সেনসেক্স

বিশ্ববাজার ওঠায় ঊর্ধ্বমূখী হয় সেনসেক্স

বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিনে ইতালি ও আমেরিকায় মৃতের সংখ্যা কমার কারণে এদিন বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারের সূচক ওঠে। সেই প্রভাবেই ভআরতের শেয়ার বাজার উর্ধ্বমুখী হয়। ভারত বাদে এদিন সাংহাই, হংকং, টোকিও এবং সিওলের শেয়ার বাজারো চাঙ্গা হয়েছে। সেখানে সূচক উঠেছে আট শতাংশ পর্যন্ত। বিশ্ব বাজারে অপরশোধিত তেলের দাম ব্যারেল পিছু বেড়েছে ১.৬২ শতাংশ।

English summary
share market rises 2400 points breaking 10 years record amid coronavirus break
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X