For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ঘোষণায় উর্ধ্বমুখী শেয়ার বাজার! কয়েক মিনিটেই তরতরিয়ে উঠল সেনসেক্স

Google Oneindia Bengali News

মঙ্গলবার রাত আটটায় জারিত উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ই তিনি করোনার মোকাবিলায় নতুন আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন। বিস্তারিত ভাবে না বললেও তিনি জানিয়েছেন, মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ দেশের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করা হবে। আর সেই ঘোষণার পর আজ শেয়ার বাজারে লেনদেন চালু হতেই তরতরিয়ে উঠতে থাকে সূচক।

বুধবার শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ বাড়ে সেনসেক্স

বুধবার শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ বাড়ে সেনসেক্স

বুধবার শেয়ার বাজার খুলতেই ৪ শতাংশ বৃদ্ধি পায় সেনসেক্সে। লেনদেনের প্রথম কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে সেনসেক্স উঠে যায় ১৪৭৪.৩৬ পয়েন্ট। এর ফলে সেনসেক্স ছুঁয়ে ফেলে ৩২,৮৪৫.৪৮। নিফটিও প্রায় ৪০০ পয়েন্ট ওঠে। এর ফলে নিফটি গিয়ে দাঁড়ায় ৯,৫৮৪.৫০ পয়েন্টে।

নিফটি ৫০-র ৪৭টি শেয়ারের দাম বাড়ে

নিফটি ৫০-র ৪৭টি শেয়ারের দাম বাড়ে

পরে লেনদেন গড়ালে ফের ৭০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। তবে এখনও ৩২ হাজারের গণ্ডির উপরে রয়েছে সেনসেক্স। নিফটিও এখনও ৯৪০০-র গণ্ডির উপরে। নিফটি ৫০-তে থাকা শেয়ারগুলির মধ্যে এদিন ৪৭টি উর্ধ্বমুখী গ্রাফে রয়েছে। হিরো মোটোকর্প, মারুতি ছাড়াও লাভের মুখ দেখেছে আইসিআইসিআই ব্যাঙ্ক।

এইচডিএফসি ও আইসিআইসিআই-এর বড় লাভ

এইচডিএফসি ও আইসিআইসিআই-এর বড় লাভ

এদিকে আইসিআইসিআই ছাড়াও ব্যাঙ্কগুলির মধ্যে এইচডিএফসি-র বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। এই দুটি ব্যাঙ্ক সম্মিলিত ভাবে সেনেক্সের ৪০০ পয়েন্ট বৃ্দ্ধির কারণ হয়ে দাঁড়ায়। যথাক্রমে এইচডিএফসি ও আইসিআইসিআই ৫.০২ শতাংশ ও ৬.৭৪ শতাংশ হারে দর বাড়ায় নিজেদের।

আর্থিক প্যাকেজ নিয়ে যা বলেছিলেন প্রধানমন্ত্রী

আর্থিক প্যাকেজ নিয়ে যা বলেছিলেন প্রধানমন্ত্রী

এর আগে গতরাতে প্রধানমন্ত্রী নিজের ভাষণে আর্থিক প্যাকেজে ভূমি, শ্রম, নগদ ও লোকসানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। মোট ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে মোদী জানান, এই প্যাকেজ দেশের জিডিপির ১০ শতাংশ। এই প্যাকেজ দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

<strong>কোন খাতে কত টাকা? প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের বিষদ আজই জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন!</strong>কোন খাতে কত টাকা? প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজের বিষদ আজই জানাবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন!

English summary
share market indices sensex and nifty rise after pm narendr modi's speech on tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X