For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের এক ঘোষণায় ৫ লক্ষ কোটি টাকা ঘরে এল বিনিয়োগকারীদের

ইক্যুটি মার্কেটে ২.১১ লক্ষ কোটি টাকা সকালে শেয়ার বাজার খোলার পরে উঠে গিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

ইক্যুটি মার্কেটে ২.১১ লক্ষ কোটি টাকা সকালে শেয়ার বাজার খোলার পরে উঠে গিয়েছিল। বিনিয়োগকারীরা উল্লাস করতে শুরু করে দিলেও রোমাঞ্চের আরও বাকী ছিল। কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কর্পোরেট কর নিয়ে বড় ঘোষণার পর মাত্র কয়েক মিনিটে লাভের অঙ্ক ৫ লক্ষ কোটি টাকা ছুঁয়ে ফেলেছে। যা এককথায় রেকর্ড বলা চলে।

কেন্দ্রের এক ঘোষণায় ৫ লক্ষ কোটি টাকা ঘরে এল বিনিয়োগকারীদের

বম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজেশন ১৩৮.৫৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ১৪৩.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

সেনসেক্স এদিন ২১০০ পয়েন্টের বেশি বেড়েছে। আর নিফটি বেড়েছে প্রায় সাড়ে ছশো পয়েন্ট।

৩০টি শেয়ারের মধ্যে একমাত্র এনটিপিসি বাদে বাকী ২৯টি শেয়ার এদিন লাভজনক অবস্থায় রয়েছে। যার মধ্যে এগিয়ে রয়েছে টাটা স্টিল, মারুতি সুজুকি, এইচডিএফসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের মতো সংস্থার শেয়ার।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্পোরেট কর ছাড়ের কথা ঘোষণা করেন। ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে তা নামিয়ে আনেন। এই বছরের ১ এপ্রিল থেকে এই নতুন কর ধরা হবে বলেও তিনি জানান।

এরপরই পাল্লা দিয়ে ওপরে উঠতে থাকে সেনসেক্স ও নিফটি। এবং একদিনে সর্বাধিক বেড়ে তা অনেকটা ওপরে চলে গিয়েছে।

[কর্পোরেট করে বিরাট ছাড়, অর্থনীতিতে চাঙ্গা করতে বড় পদক্ষেপের ঘোষণা নির্মলা সীতারমনের ][কর্পোরেট করে বিরাট ছাড়, অর্থনীতিতে চাঙ্গা করতে বড় পদক্ষেপের ঘোষণা নির্মলা সীতারমনের ]

English summary
Share market gains 5 lakh crore in an hour after FM Nirmala Sitharaman's announcement of corporate tax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X