For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তুমি কী আমার জানা আছে', স্মৃতি ইরানিকে আক্রমণ শরদ যাদবের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ মার্চ : দক্ষিণ ভারতীয় মহিলাদের চামড়ার রং নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সংযুক্ত জনতা দলের নেতা শরদ যাদব। সোমবার তা নিয়ে বিন্দুমাত্র ক্ষমাপ্রার্থী না হয়ে, উল্টে সংসদে দাঁড়িয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে আক্রমণ করলেন আপত্তিকর মন্তব্যে।

সোমবার লোকসভায় যাদব বলেন এই বিষয় নিয়ে তিনি সংসদে তর্কে প্রস্তুত আছেন।

'তুমি কী আমার জানা আছে', স্মৃতি ইরানিকে আক্রমণ শরদ যাদবের

কালো চামড়ার মহিলাদের নিয়ে নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গেলে স্মৃতি ইরানি সহ বিরোধী পক্ষের একাধিক সদস্য বিরোধিতা করেন। স্মৃতি ইরানি বলেন, "আমি অনুরোধ করব, এভাবে কোনও মহিলার চামড়ার রং নিয়ে মন্তব্য করবেন না। এতে অত্যন্ত ভুল বার্তা মানুষের কাছে পৌঁছয়।"

স্মৃতি ইরানির এই মন্তব্যের পরই তেলে বেগুনে জ্বলে ওঠেন যাদব। ইরানিকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, "তুমি কী আমার জানা আছে"। যাদবের এই মন্তব্য শুনে হতচকিত হয়ে যায় ইরানি সহ একাধিক বিরোধী সদস্য।

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে যাদব বলেন, "ভারত এমনকী বিশ্বে বহু কালো চামড়ার মহিলারা রয়েছেন। আমি সবার সঙ্গে এবিষয়ে আলোচনা করতে পারি। আমি ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে নই।"

তবে, ডেপুটি অধ্যক্ষ পি জে কুরিয়েন এই আলোচনা থামিয়ে দেন। তিনি বলেন, "গায়ের রং কালো হোক বা ফর্সা, বিষয়টা একই। আমি এবিষয়ে আলোচনা করতে দেব না।" বিরোধী নেতা গুলাম নবি আজাদের মতে, এই ধরণের আলোচনা সংসদে হওয়া উচিত নয়, কারণ তাতে পরিস্থিতি আরও জটিল হবে।

English summary
Sharad Yadav continues sexist rant, tells Smriti Irani: 'I know what you are'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X