For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্ধবের সঙ্গে বৈঠকে একনাথকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব শরদের ! পাল্টা শিবসেনাকে 'অস্বাভাবিক' জোট ছাড়ার ডাক

মহারাষ্ট্রের (maharashtra) মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সরানো হচ্ছে জিনিসপত্র। এদিন শরদ পাওয়ার (sharad pawar) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (uddhav thackeray) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী,সেখানে পাওয়ার উদ্ধর ঠাকরেক

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের (maharashtra) মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে সরানো হচ্ছে জিনিসপত্র। এদিন শরদ পাওয়ার (sharad pawar) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (uddhav thackeray) সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর অনুযায়ী,সেখানে পাওয়ার উদ্ধর ঠাকরেকে প্রস্তাব দেন একনাথ শিন্ডেকে (Eknath Shinde)
মুখ্যমন্ত্রীর পদে বসানো হোক। এরপর বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে মাতুশ্রীতে যান উদ্ধাব ঠাকরে। তারপরেই তার সব জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়। যদিও তারপরেও নিজের দাবিতে অনড় একনাথ শিন্ডে। তিনি বলেছেন, শিবসেনা অস্বাভাবিক জাট ছেড়ে বেরিয়ে আসুক।

শরদ-উদ্ধব বৈঠক

এদিন সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্শায় শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে বৈঠক করেন। সেখানে পাওয়ার উদ্ধবকে মুখ্যমন্ত্রীর পদে একনাথ শিন্ডেকে বসানোর প্রস্তাব দেন। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেসও এই প্রস্তাবে সমর্থন করে। পাশাপাশি মন্ত্রিসভার দফতর অদলবদল করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয়। বৈঠকে এসসিপি সাংসদ তথা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলেও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

আগেই নীরবতা ভেঙেছেন উদ্ধব

আগেই নীরবতা ভেঙেছেন উদ্ধব

তবে এদিন বিকেলেই নীরবতা ভেঙেছিলেন উদ্ধব। তিনি বলেছিলেন, বিদ্রোহী বিধায়ক এবং শিব সৈনিকরা বললেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পাশাপাশি শিবসেনার প্রধানের পদ ছাড়তেও তৈরি।

 শিবসেনাকে অস্বাভাবিক জোট ছাড়ার দাবি

শিবসেনাকে অস্বাভাবিক জোট ছাড়ার দাবি

শারদ পাওয়ারের প্রস্তাব কানে যায় একনাথেরও। তবে তিনি সেই সময় শিবসেনার সর্বোচ্চ নেতৃত্বের কাছে অস্বাভাবিক জোট ছাড়ার দাবি করেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে কংগ্রেস ও এনসিপির জোটকেইএকনাথ শিন্ডে অস্বাভাবিক জোট বলেছেন। তিনি বলেছেন, কংগ্রেস ও এনসিপি মহারাষ্ট্রে শিবসেনাকে দুর্বল করেছে। তিনি বলেন, এখনকার শিবসেনা বালা সাহেবের শিবসেনার থেকে আলাদা।

মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়েছেন উদ্ধব

এদিকে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক শেষ হতেই উদ্ধব ঠাকরে নিজের জিনিসপত্র নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন বর্ষা ছেড়ে বেরিয়ে যান। সঙ্গে নিয়ে যাওয়া হয়, তাঁর ব্যবহৃত জিনিসপত্রও। ফলে এই মুহূর্তে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে ইস্তফার কথা জানা না গেলেও তিনি সেই পথেই বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এবার একনাথ মুখ্যমন্ত্রী হন, নাকি সেখানে বিজেপি-শিবসেনেরা সরকার হয় এখন সেটাই দেখার।

৪০-র বেশি বিধায়কের সমর্থন দাবি

৪০-র বেশি বিধায়কের সমর্থন দাবি

অন্যদিকে অসমে ঘাঁটি গেড়ে থাকা একনাথ শিন্ডে বলেছেন, তাঁর দিকে ৪০-এর বেশি বিধায়কের সমর্থন রয়েছে। প্রসঙ্গত বুধবার ৩৪ জন বিধায়কের সমর্থিত একটি চিঠি পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেখানে বলা হয় একনাথ শিন্ডে শিবসেনার পরিষদীয় দলের নেতা থাকবেন। প্রসঙ্গত বিদ্রোহী হওয়ার পরেই একনাথ শিন্ডেকে পরিষদীয় জলের নেতার পদ থেকে সরিয়েছিলেন উদ্ধব।

অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দুর্গাপুরে মৃত্যু কর্মরত শ্রমিকেরঅক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দুর্গাপুরে মৃত্যু কর্মরত শ্রমিকের

English summary
Sharad Pawar proposes to Uddhav Thackeray, Eknath Shinde should be made CM of Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X