For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চব্বিশে মমতাই কি তবে প্রধান বিরোধী মুখ? মুম্বইয়ে পিকে-পাওয়ার রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জোর জল্পনা

চব্বিশে মমতাই কী তবে প্রধান বিরোধী মুখ? মুম্বইয়ে পিকে-পাওয়ার রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জোর জল্পনা

  • |
Google Oneindia Bengali News

চব্বিশের লোকসভা যুদ্ধে মমতার সেনাপতি সেই প্রশান্ত কিশোরই। এমনকী ২০২৬ সাল পর্যন্ত চুক্তিপত্র পেয়ে গিয়েছে আই-প্যাক। এমতাবস্থায় এবার ২০২৪-র ঘুঁটি সাজাতে এখন থেকেই মাঠে নেমে পড়লেন এই মোদী বিরোধী ভোটকুশলী। প্রসঙ্গত উল্লেথ্য, সপ্তাহ খানেক আগেই মহারাষ্ট্রে গিয়ে এনসিপি সভাপতি শরদ পওয়ারের সঙ্গে দেখা প্রশান্ত।

মমতাই কী তবে প্রধান বিরোধী মুখ ?

মমতাই কী তবে প্রধান বিরোধী মুখ ?

১১ জুন পাওয়ার-পিকের সেই বৈঠকের পর থেকেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভা ভোটে বিজেপি-বিরোধী জোটের জল্পনার চোরাস্রোতে নতুন করে গতি আসে। এমতাবস্থায় এবার সকলকে অবাক করে ফের দ্বিতীয় দফার বৈঠক সারতে মুম্বইয়ে শরদের বাসভবনে হাজির হলেন প্রশান্ত। আর তা নিয়েই নতুন করে সরগরম দেশের রাজ্য-রাজনীতি।

পিকে-পাওয়ার বৈঠক ঘিরে জোর জল্পনা

পিকে-পাওয়ার বৈঠক ঘিরে জোর জল্পনা

ইতিমধ্যেই বাংলার নির্বাচনে তৃণমূলকে বড় জয় এনে দিয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এমনকী বাংলার নির্বাচনে বিজেপি ১০০ আসন পার করতে পারবে না বলে যে দাবি করেছিলেন এই অভিজ্ঞ রাজনীতিক, তাও খাতায় কলমে মিলে গিয়েছে। ৭৫ আসনে আটকে গিয়েছে বিজেপি। যদিও এই দাবি সত্যি না হলে কাজ থেকে অবসরেরও চ্যালেঞ্জ দিয়েছিলেন প্রশান্ত। কিন্তু বিজেপির বিজয় রথ ঠেকানোর পর বিরোধী শিবরে পিকের দর এখন আকাশ ছোঁয়া।

৩০০-র বেশি আসনে জয়! কোন রাস্তায় ?

৩০০-র বেশি আসনে জয়! কোন রাস্তায় ?

ওয়াকিবহাল মহলের মতে, বাংলায় বিজেপিকে হারানোর পর এবার দিল্লীর মসনদ থেকে নরেন্দ্র মোদীকে সরানোর প্রক্রিয়া শুরু করেছেন প্রশান্ত কিশোর।সূত্রের খবর, আগের বৈঠকেই পিকে শরদ পাওয়ারকে বলেছেন বড় আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করে শক্তিশালী তৃতীয় পক্ষ গড়তে পারলেই ২০২৪-র আসন্ন লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন নিয়ে মোদীকে হারানো বাস্তবিক ভাবেই সম্ভব।

পাওয়ার ভবনেই মঙ্গলবার বসছে বড় বৈঠক

পাওয়ার ভবনেই মঙ্গলবার বসছে বড় বৈঠক

প্রসঙ্গত উল্লেথ্য, মঙ্গলবার চারটে নাগাদ দিল্লীতে এনসিপির প্রধান শরদ পাওয়ারের আবাসেই বিরোধী শিবিরের এক বড় বৈঠক বসতে চলেছে। মোদী সরকারের নীতির বিরুদ্ধে রাষ্ট্রমঞ্চের সেই বৈঠকের আগে পাওয়ার ভবনে পিকের আগমণে নতুন সমীকরণই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জেনে রাখা ভালো, ২০১৮ সালে যশবন্ত সিনহা প্রথম এই মঞ্চের গঠন করেছিলেন। বর্তমানে ঘাসফুল শিবিরে বড় দায়িত্বে আছেন তিনি।

 পিকের চালে আদৌও এককাট্টা হতে পারবে তৃতীয় শক্তি ?

পিকের চালে আদৌও এককাট্টা হতে পারবে তৃতীয় শক্তি ?

সূত্রের খবর, যশবন্ত সিনহা ছাড়াও আগামী মঙ্গলবারের বৈঠকে আরও বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় বিরোধী নেতাদের আসার কথা রয়েছে। এমতাবস্থায় প্রশান্ত কিশোরের বিরোধীদের একজোট হয়ে চলার বার্তা আগামীতে কতটা প্রাধান্য পায় এখন সেটাই দেখার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির বিরুদ্ধে প্রশান্ত কিশোরের স্ট্রাইকরেট ৯০ শতাংশের উপরে। জয় এসেছে একের এক রাজ্য থেকে। এমতাবস্থায় তার নয়া চালে মোদী বিরোধী জট কতটা এককাট্টা হতে পারে এখন সেটাই দেখার।

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে তোড়জোড়, কুণাল ঘোষের অভিযোগই এখন বিজেপির হাতিয়ারমুকুল রায়ের বিধায়ক পদ খারিজে তোড়জোড়, কুণাল ঘোষের অভিযোগই এখন বিজেপির হাতিয়ার

English summary
lot of speculation in the political arena about the second round of PK-Power meeting in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X