মোদীকে হারাতে মাঠে নেমে পড়লেন শরদ পাওয়ার
বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রের বিজেপি তথা এনডিএ সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে। ফলাফল পরবর্তী পরিস্থিতিতে কোন সমীকরণ সামনে আসে তা নিয়ে সকলেই আশায় বুক বেঁধে রয়েছেন। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি তথা এনডিএ-র ফের কেন্দ্রের মসনদে জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদিও অন্য ফলের আশায় রয়েছেন বিরোধীরা। এই অবস্থায় ত্রিশঙ্কু সরকার হলে বিরোধীদের রণকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তা মাথায় রেখেই আসরে নেমে পড়েছেন অনেকেই।

অন্য পথে পাওয়ার
বিজেপি বিরোধীরা যখন সমমনস্ক দলগুলিকে সঙ্গে নিয়ে বিজেপিকে আটকাতে ব্যস্ত তখন এনসিপির বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার অভিনব 'পলিটিক্যাল লাইন' ধরে হাঁটলেন। মহারাষ্ট্রের এই নেতা বিরোধী পক্ষের কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করে তাদের যোগ দিতে আহ্বান জানালেন বিজেপি বিরোধী জোটে।

বিরোধীদের আহ্বান
সূত্রের খবর, শরদ পাওয়ার ওয়াইএসআর কংগ্রেসের জগন্মোহন রেড্ডি, তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতা কে চন্দ্রশেখর রাও ও বিজেডি নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলেছেন। এই তিনটি দল কোনও জোটে নেই। তবে এনডিএ-তে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে।

ফোনে কথা
আর পাওয়ার তা জেনেই আগে থেকে ছিপ ফেলে নেমে পড়লেন বিরোধী জোটের হয়ে। সূত্রের খবর, কেসিআর, নবীন ও জগন্মোহনকে ফোন করেছিলেন শরদ পাওয়ার। তাঁদের বিরোধী শিবিরে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।
[আরও পড়ুন: মোদী গোহারা হারিয়ে দিলেন রাহুলকে! 'গুগল ট্রেন্ডস'এর পরিসংখ্যান চমকে দেওয়ার মতো]

মহাজোট কী করবে
প্রসঙ্গত, বিজেপি বিরোধী জোটের প্রধান দলগুলির মধ্যে অন্যতম শরদ পাওয়ারের এনসিপি। তাঁরা মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। তবে চন্দ্রবাবু নাইড়ু, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালের জোটে তাঁরা রয়েছেন। এখন সেই জোটে কংগ্রেস কতটা বড় ভূমিকা গ্রহণ করতে পারে তাই দেখার।
[আরও পড়ুন: ভরসা মোদীতে! ভোটের ফলের আগের দিন ফের ঊর্ধ্বমুখী শেয়ার বাজার]