For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে 'ঝুম ইন্ডিয়া', ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে 'ঝুম ইন্ডিয়া', ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

Google Oneindia Bengali News

বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সমাজে কোনও কিছুতে পিছিয়ে নেই, স্নেহ, সাহায্য ও সহমর্মিতা পেলে তাঁরাও তাক লাগিয়ে দিতে পারেন। এই কথাটাই বারবার প্রমাণিত হয়েছে ঝুম ইন্ডিয়া-র (Jhoom India) মাধ্যমে। এটি একটি আন্তর্জাতিক মানের ট্যালেন্ট হান্ট প্ল্যাটফর্ম। এবছরে পঞ্চম সিজনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর, ২০২১।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

এই অনুষ্ঠানের উদ্যোক্তা ভুবনেশ্বরের শান্তিধাম ফাউন্ডেশন। এই অনুষ্ঠানের মঞ্চে নাচ, গান, অঙ্কন, অভিনয়, মিমিক্রি, সঞ্চালনা ও আরও কিছু দেখতে পাওয়া যাবে।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

শান্তিধাম ফাউন্ডেশন একটি স্বেচ্ছ্বাসেবি সংস্থা। গত ১৬ বছর ধরে নানা উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষের মানোন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা করে চলেছে এই সংস্থা।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

প্রতিভাকে সমর্থন করতে, সাহস জোগাতে ও তাদের সুযোগ দিতে ঝুম ইন্ডিয়া ট্যালেন্টস ইন্টারন্যাশনাল তৈরি করা হয়েছে। একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেএসএসইপিডি, ওড়িশা সরকার, ডিইপিডব্লিউডি, ইজেডসিসি, ভারত সরকারের সংষ্কৃতি দফতর ও এনএসডি।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রতিভার বিকাশ ঘটতে পারে। বিশেষভাবে সক্ষমরাও যাতে নিজেদের মতো করে জীবনে বাঁচতে পারেন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এবছর ১২৮০ জন রেজিস্ট্রেশন করেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এই অনুষ্ঠান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রোমোশনও করা হবে। প্রায় শ'খানেক সংস্থা এর সঙ্গে জড়িয়ে রয়েছে।

ঝুম ইন্ডিয়ার এই অনুষ্ঠানের খবর প্রকাশিত হবে সমর্থ নামে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে। ওড়িশার রাজ্যপাল গণেশী লাল তাঁর ভার্চুয়াল উদ্বোধন করবেন। এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে টোকিও প্যারালিম্পিকের বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

অনুষ্ঠানের বিজয়ীদের নাম অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করা হবে। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। ফেসবুক ও ইউটিউবে এর লাইভ স্ট্রিমিং হবে। এর প্রোমোশনের দায়িত্বে রয়েছে DAILYHUNT, PHUNFLIX, PHANDO এবং BATOI। লক্ষাধিক মানুষ একসঙ্গে এই অনুষ্ঠান দেখতে পাবেন।

বিশেষভাবে সক্ষমদের প্রতিভা তুলে ধরছে ঝুম ইন্ডিয়া, ভার্চুয়াল অনুষ্ঠানে থাকছে নানা চমক

শান্তিরাম ফাউন্ডেশনের তরফে ডঃ সৌভাগ্য রাউতরায় ধন্যবাদ জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, ওড়িশার রাজ্যপাল গণেশী লাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অবসরপ্রাপ্ত আইএএস রামচান্দু তেজাবত, প্রাক্তন হকি খেলোয়াড় দিলীপ তিরকে, এনএসডির প্রাক্তন ডিরেক্টর দীনেশ খান্না, ইজেডসিসির ডিরেক্টর গৌরী বসু, এফএআইআইটিএ প্রেসিডেন্ট কৌশিক পাণ্ডিয়া, অল ইন্ডিয়া ব্লাউন্ড অ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট মহেন্তেশ জিকে, বিএটিএওআই সিস্টেমস এর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী রথ, ডেইলিহান্ট সিআরও সুনীল মহাপাত্র, ফানফ্লিক্স ও ফান্ডোর সিইও মীনেশ উপাধ্যায়, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ও শান্তিধাম ফাউন্ডেশনের সমস্ত স্বেচ্ছাসেবক ও আরও অন্যান্যদের।

আরও বিস্তারিত জানতে ফলো করুন এই লিঙ্কটি

ঝুম ইন্ডিয়া:https://instagram.com/jhoomindia

ফাউন্ডেশনশান্তিধাম:https://www.facebook.com/jhoomindia/

ইউটিউব - jhoomindia

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X