For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কথায় ও কাজে মিল নেই, মূর্তি ভাঙা নিয়ে বিজেপির সমালোচনায় এই ধর্মগুরু

হিংসা দিয়ে কোনও হিংসা দূর করা যায় না। ত্রিপুরায় পালাবদলের পর রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বললেন দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

হিংসা দিয়ে কোনও হিংসা দূর করা যায় না। ত্রিপুরায় পালাবদলের পর রাজনৈতিক হিংসা নিয়ে প্রশ্নের উত্তরে এমনটাই বললেন দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ। বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি।

কথায় ও কাজে মিল নেই, মূর্তি ভাঙা নিয়ে বিজেপির সমালোচনায় এই ধর্মগুরু

হিংসায় হিংসা ছড়ায়। ভারতে শান্তিপ্রিয় মানুষের বাস। ভারতবাসী কোনও কালেই হিংসাকে প্রশ্রয় দেয়নি। কিছু মানুষ হিংসার মাধ্যমে দেশের বদনাম করছে বলেও মন্তব্য করেছেন দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ। এপ্রসঙ্গে বিজেপির দিকেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ সরাসরিই বিজেপির সমালোচনা করেছেন। তিনি বলেছেন বিজেপির কথাও ও কাজে মিল নেই। বিজেপি ক্ষমতায় আসার আগে একদিকে যেমন নেশা মুক্ত দেশ গড়ার কথা বলেছিল, অন্যদিকে, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার কথাও বলেছিল। যদিও কোনও কাজই হয়নি। নতুন প্রজন্ম নেশায় আশক্ত হয়ে পড়ছেন বলেও মনে করেন তিনি।

দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ বলেছেন, লেনিনের মত নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু তাঁর মূর্তি ভেঙে দেওয়া কখনই ঠিক কাজ হতে পারে না। যেসব বিজেপি কর্মী ত্রিপুরায় লেনিনের মূর্তি ভেঙেছেন, তারা নেশায় উন্মত্ত বলেও মন্তব্য করেছেন দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ। নেশা মানুষকে নাশের পথে নিয়ে যায় বলেও জানিয়েছে তিনি। কেননা লেনিনের মূর্তি ভাঙার পর তাঁর অনুগামীরা কলকাতার কেওড়াতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর করেছে। ফলে বাড়ছে হিংসার আশঙ্কা।

দ্বারকার শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। তাঁর আসার খবরে বহু ভক্তের সমাগম হয়েছিল মন্দির চত্বরে।

English summary
Shankaracharya of Dwarka criticises BJP for atrocities in Tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X