For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথাও হামলা হয়নি, মিথ্যে বলা হচ্ছে, সুশান্ত ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনা স্বীকার করতে নারাজ তৃণমূল প্রার্থী

কোথাও হামলা হয়নি, মিথ্যে বলা হচ্ছে, সুশান্ত ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনা স্বীকার করতে নারাজ শালবনির তৃণমূল প্রার্থী

Google Oneindia Bengali News

শালবনিেত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের উপর কোনও হামলা হয়নি। মিথ্যে বলা হচ্ছে। ঘটনার সপাটে অস্বীকার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি উল্টে অভিযোগ করেছেন সিপিএমের হার্মাদ, জল্লাদরাই এই সব কাণ্ড ঘটাতে পারে। তৃণমূল শান্তি ও উন্নয়নে বিশ্বাসী শালবনীতে এরকম কোনও ঘটনাই ঘটেনি। এদিকে সুশান্ত ঘোষের উপর ইটবৃষ্টি ও সংবাদ মাধ্যমের গাড়ির উপর হামলার ঘটনাও প্রকাশ্যে এসেছে।

আক্রান্ত সুশান্ত ঘোষ

আক্রান্ত সুশান্ত ঘোষ

শালবনীতে আক্রান্ত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ। বুথে বুথে ঘোরার সময় সুশান্ত ঘোষকে দেখে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।তাঁকে দেখে ইট ছোড়া হয়। এমনকী পুলিশের সামনেই ধস্তাধস্তি হয় বলে জানা গিয়েছে। সুশান্ত ঘোষের সঙ্গে সেখানে বেশ কিছু সংবাদ মাধ্যমও ছিল। তাঁদের গাড়িেও হামলা চালানো হয় বলে অভিযোহ। বেশ কিছু সংবাদ মাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

 প্রতিবাদ সুশান্তর

প্রতিবাদ সুশান্তর

সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ অভিযোগ করেছেন গণতন্ত্রের কণ্ঠরোধ করছে শাসক দল। তার প্রমাণ এই হামলা। বাংলায় যে গণতন্ত্র বিপন্ন তা আবারও প্রমাণ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস গায়ের জোরে ভোট করাতে চাইছে বলে অভিযোগ করেছেন সুশান্ত ঘোষ। আক্রান্ত হওয়ার পর সেখানে তৎপরতা শুরু করেছে। এলাকায় অপারেশন শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

হামলার অভিযোগ অস্বীকার

হামলার অভিযোগ অস্বীকার

এদিকে সুশান্ত ঘোষের উপর কোনও হামলাই হয়নি বলে দাবি করেছেন শালবনির তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাত। তিনি দাবি করেছেন কোথাও কোনও হামলার ঘটনা ঘটেনি। পুরোটাই মিথ্যে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস শান্তি ও উন্নয়নের পথে বিশ্বাসী। এই ধরনের ঘটনা সিপিএমে হার্মাদ এব বিজেপির জল্লাদরাই করতে পারে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল কংগ্রেস।

গ্রেফতার ১

গ্রেফতার ১

সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কোথায় কীভাবে হামলার ঘটনা ঘটল তা জানতে চাওয়া হয়েছে। এই ঘটনার পর আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

English summary
Shalbani TMC candidate claims there is no incident over CPM candidate Sushanta Ghosh attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X