For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খান,অজয় দেবগণ,সুনীল শেঠী, মনোজ বাজপেয়ীকে নোটিশ পাঠাল আদালত

Google Oneindia Bengali News

শাহরুখ খান,অজয় দেবগণ,সুনীল শেঠী, মনোজ বাজপেয়ীকে নোটিশ পাঠাল আদালত
গোয়ালিয়র, ৯ মে : বলিউড তারকা শাহরুখ খান,মনোজ বাজপেয়ী,অজয় দেবগন এবং সুনীল শেঠীকে একটি মদের প্রচার চালানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যপ্রদেশ আদালত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে একটি বিশেষ মদের ব্র্যান্ডের প্রচার রাজ্য আবগারি আইন লঙ্ঘনের সামিল।

এই আইনের অধীনে রাজ্যে যে কোনও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ তালিকায় পড়ে। হাই কোর্টের গোয়ালিয়র বেঞ্চ বলিউড তারকাদের এবং সংশ্লিষ্ট ৩টি মদ সংস্থার এমডিকে ৬ সপ্তাহের মধ্যে নিজেদের জবাব জানাতে বলেছে। কেন রাজ্য আবগারী আইনকে অমান্য করে এই ধরণের প্রচার রাজ্যে চালানো হল তা নিয়ে বিস্তারিত জানাতে হবে আদালতকে।

জনপ্রিয় ইংরাজি দৈনিক সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী, আদেশ ভাদোরিয়া এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। আদেশবাবুর অভিযোগ, প্রাথমিকভাবে পুলিশ জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে মামলা নিতে অস্বীকার করছিল। তারকাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক চাইছিল না পুলিশ। কমিশনতদন্ত রিপোর্ট চাওয়া সত্ত্বেও প্রথমদিকে একগুয়ে মনোভাব দেখাচ্ছিল পুলিশ।

স্টেশন হাউজ অফিসারউ শেষপর্যন্ত তদন্ত করেন। আদেশ ভাদোরিয়া ২০১৩ সালের ২৪ মার্চ এই মামলাটি দায়ের করেন। এর পরই হাই কোর্ট স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং গোয়ালিয়রের সুপারিন্টেনডেন্ট অফ পুলিশের কাছে তারকাদের ছবি ব্যবহার করে ওই নির্দিষ্ট সংস্থার মদের প্রচার কেন চালানো হচ্ছে বলে জানতে চায়। এই বিষয়ে আদালতকে লিখিতভাবে জানাতে বলা হয়।

তদন্তের পর স্টেশন হাউজ অফিসার নিজের তদন্ত রিপোর্ট সুপারিন্টেডেন্ট অফ পুলিশের কাছে জমা দেয়। যাতে বলা হয়, মধ্যপ্রদেশ আবগারি আইনের ২৩(এ) ধারার লঙ্ঘন করা হয়েছে।

English summary
Shahrukh, Ajay Devgan, Sunil Shetty, Manoj Vajpaee get notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X