For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিলল না চাঁদের দেখা, ভারতে ইদ উদযাপন শনিবার, ব্যতিক্রম কেরল

বৃহস্পতিবার রাতে দিল্লির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি ঘোষণা করেন ভারতে ইদ উদযাপন হবে শনিবার।

Google Oneindia Bengali News

সারা ভারতে ইদ উল-ফিতর উদযাপন হবে শনিবার, অর্থাত ১৬ জুন তারিখে। অবশ্য ব্যতিক্রম কেরল। সে রাজ্যে শুক্রবারই পালিত হচ্ছে ইদ। বৃহস্পতিবার রাজধানী দিল্লি থেকে চাঁদ চোখে পড়েনি। তাই ইদ উদযাপন পিছিয়ে দেওয়া হয়েছে একদিন।

ভারতে ইদ উদযাপন শনিবার

জামা মসজিদের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইদের চাঁদের দেখা না মেলায় দিল্লির জামা মসজিদের মুন সাইটিং কমিটি (চাঁদ দেখার বিষয়ে গঠিত কমিটি) বৈঠকে বসে। এরপরই জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি ঘোষণা করেন ভারতে ইদ উদযাপন একদিন পিছিয়ে শনিবার হবে। চাঁদের বিভিন্ন দশার উপর নির্ভর করে তৈরি হয়েছিল হিজরি ক্যালেন্ডার। ৬২২ খ্রীষ্টাব্দে ইসলাম ধর্মের নবি হজরত মহম্মদ মক্কা থেকে মদিনা যাত্রা করেছিলেন। সেই থেকে চালু হয় এই ক্যালেন্ডার। যেহেতু প্রত্যেক বছর একই দিনে চাঁদের সমান দশা দেখা যায় না, তাই প্রত্যেক বছরই ইদের দিনটাও পরিবর্তিত হয়। গত বছর ২৬ জুন তারিখে ইদ উদযাপিত হয়েছিল। আগামী বছর ৫ জুন ইদ উদযাপিত হতে পারে বলে জানানো হয়েছে।

তবে সারা ভারতের থেকে একটু অন্য পথে হাঁটছে কেরল। সেখানকার এক শীর্ষস্থানীয় ইমাম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যাবেলাই কোঝিকোড়ের আকাশে চাঁদের দেখা গিয়েছে। তাই কেরলে ইদ পালিত হবে শুক্রবারই। তবে ইদ উপলক্ষ্যে ব্যাঙ্ক ও সরকারি অফিসগুলিতে ছুটি দেওয়া হচ্ছে শনিবারই। অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি ডিটি ফ্রাঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজান মাসের সমাপ্তি সূচিত হয় ইদ উদযাপনের মধ্য দিয়ে। শান্তি ও সৌভাতৃত্বের বার্তাবাহক এই উৎসব পালিত হয়, নামাজ, প্রার্থনা, মসজিদ - দরগা - ইদগায় দানধ্যান ও ভোজের মধ্য দিয়ে।

English summary
Syed Ahmed Bukhari, the Shahi Imam of Jama Masjid, announced that Eid festival will be celebrated on Saturday in India, as the moon was not sighted in New Delhi on Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X