For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের দিকেই সমর্থনের হাত বাড়িয়ে দিলেন শাহী ইমাম বুখারি

Google Oneindia Bengali News

কংগ্রেসের দিকেই সমর্থনের হাত বাড়িয়ে দিলেন শাহী ইমাম বুখারি
নয়াদিল্লি, ৪ এপ্রিল : অবশেষে কংগ্রেসের দিকেই সমর্থনের হাত বাড়িয়ে দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসলে দেশের বিপদ হবে। তাই যাতে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ না হয় নিশ্চিত করতে হবে বলেও আহ্বান জানিয়েছেন বুখারি।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার তিন দিন পরে বুখারির এই সমর্থন ঘোষণা। যাতে ধর্মনিরপেক্ষ ভোট বিভক্ত না হয়ে যায় তার জন্য আবেদন করেছিলেন সোনিয়া। যদিও এবিষয়ে সোনিয়ার তীক্ষ্ণ সমালোচনা করে বিজেপি। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনের কাছে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করেন। মোদী বলেন, ধর্মীয় প্রসঙ্গ টেনে ভোটের আবেদন করেছেন সোনিয়া এবং একইসঙ্গে নির্বাচনকে সমবর্তিত করতে চাইছেন।

২০০৯ সালে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করেছিলেন বুখারি। সমাদবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে ভোট দেওয়াটা জলে গিয়েছে বলে এদিন তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপির মতো কোনও সাম্প্রদায়িক শক্তিকে সমর্থনের প্রশ্নই নেই সেই কারণেই এবার কংগ্রেসকে সমর্থন জানাচ্ছেন তিনি।

বুখারির বক্তব্যের মূল নির্যাস

  • সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসলে দেশের বিপদ হবে। তাই যাতে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ না হয় নিশ্চিত করতে হবে।
  • মুসলিমদের জন্য কংগ্রেস যে কথা দিয়েছে তা তারা রাখবে বলেই আশা।
  • বিভিন্ন বিষয়ে আমি সোনিয়ার সঙ্গে কথা বলেছি। আমি ঘোষণা করছি লোকসভা নির্বাচন ২০১৪-এ আমরা কংগ্রেসকেই সমর্থন করব।
  • বাংলায় তৃণমূল মুসলিমদের জন্য কাজ করেছে। আশা করা যায় মমা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের রক্ষা করবেন।
  • ভারতীয় সমাজ পার্টিকে ভরসা করা যায় না।
  • ওড়িশা খনন কাণ্ডে ও চিটফান্ড কেলেঙ্কারিতে কংগ্রেস সিবিআই তদন্ত করবে।
  • মুসলিমদের জীবন রক্ষা করতে ব্যর্থ হয়েছে সমাজবাদী পার্টিও।
  • মৌলানা আজাদ, গান্ধীজির মতো ধর্মনিরপেক্ষ পথে তাঁরা চলবেন নাকি অন্যদের ভোট জেবেন তা দেশকেই বেছে নিতে হবে ।
  • ভারতের হিন্দু ও মুসলমানদের উচিত মানবিকতাকে ভোট দেওয়া।
  • এখানে প্রশ্ন ভারতের ভবিষ্যৎ নিয়ে
  • আমি কংগ্রেসের বিরুদ্ধে অবিযোগ করেছিলাম, তার মানে এই নয় যারা দেশ ভাগ করতে চাইছে আমরা তাদের ভোট দেব।
  • কংগ্রেসকে ভোট করার জন্য আবেদন জানাচ্ছি, এটা কোনও ফতোয়া নয়।
  • মুসলিম সম্প্রদায়কে যতক্ষণ না সাধারণ নাগরিক হিসাবে সমান অধিকার ও সুযোগসুবিধা দেওয়া হবে ততক্ষণ এই যুদ্ধ চলবে।
  • বিহারে আমরা কংগ্রেসের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দলকে সমর্থন করব।
English summary
Shahi Imam Bukhari extends support to Congress Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X