For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহিনবাগ শ্যুটারের ছবি নিয়ে 'আপ' যোগের দাবি, পাশে থাকল না পরিবার

মঙ্গলবার ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ দাবি করেছিল, ২০১৯-এর শুরুর দিকে কপিল গুর্জর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। পুলিশের জেরায় নাকি এমনটাই দাবি করেছিলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ দাবি করেছিল, ২০১৯-এর শুরুর দিকে কপিল গুর্জর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। পুলিশের জেরায় নাকি এমনটাই দাবি করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই আপের তরফে এই ঘটনার কথা অস্বীকারের পর কপিল গুর্জরের পরিবারের তরফে তা অস্বীকার করা হয়েছে। পরিবারের তরফে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ ছিল না কপিল গুর্জরের।

আপ যোগের দাবি করেছিল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ রাজেশ দেও জানিয়েছিলেন, প্রাথমিক তদন্তে কপিলের মোবাইল থেকে বেশ কিছু ছবি উদ্ধার করা হয়েছে। যা তাঁর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কপিল দাবি করেছিলেন তিনি ও তাঁর বাবা একবছর আগে আপ-এ যোগ দিয়েছিলেন। ইতিমধ্যেই ছবি সংবাদমাধ্যমের হাতে এসেছে।

পুলিশের দাবি অস্বীকার করেছিল আপ

যদিও দিল্লির শাসকদল কপিল ও দিল্লি পুলিশের দাবি উড়িয়ে দিয়েছে। কপিল গুর্জরের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছে আপ। আপ নেতা সঞ্জয় সিং বলেছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে নির্বাচনের ৩-৪ দিন আগে এররকম ষড়যন্ত্র আরও দেখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বিজেপিও নোংরা রাজনীতি আরও করবেন বলেও মনে করছেন তিনি।

পাশে থাকল না পরিবার

পাশে থাকল না পরিবার

পুলিশের কাছে কপিল গুর্জর যাই দাবি করুন না কেন, সেই দাবিতে পাশে থাকল না পরিবার। কপিল গুর্জরের কাকা ফতে সিং জানিয়েছেন, কোথা থেকে এই ছবিগুলি বেরল তা তারা বলতে পারছেন না। ভাইপো কপিলের সঙ্গে কোনও কালেই কোনও রাজনৈতিক দলের সম্পর্ক ছিল না, দাবি করেছেন তিনি। কপিল গুর্জরের বাবা গাজে সিং ২০০৮ সালে বহুজন সমাজ পার্টির টিকিটে নির্বাচনে লড়াই করে হেরে যান। তারপর থেকে পরিবারের কোনও সদস্যের সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি।

শনিবার শাহিনবাগে ৩ রাউন্ড গুলি কপিল গুর্জরের

শনিবার শাহিনবাগে ৩ রাউন্ড গুলি কপিল গুর্জরের

দিল্লির ডালুপুরার বাসিন্দা কপিল গুর্জর। শনিবার শাহিনবাগের ধর্নাকারীদের হুমকি দিয়ে সে তিন রাউন্ড গুলি চালায়। সঙ্গে সাম্প্রদায়িক স্লোগানও দেয় সে। মঙ্গলবার দিল্লির আদালত তাঁর পুলিশ হেফাজতের থাকার মেয়াদ বাড়িয়েছে।

English summary
Shaheen Bagh shooter Kapil Gurjar's family refutes police claim as their son joined AAP in early 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X