For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী বিস্ফোরণকারী তৈরির আতুর ঘরে পরিণত হয়েছে শাহিনবাগ, অভিযোগ গিরিরাজের

Google Oneindia Bengali News

ফের শাহিনবাগ নিয়ে বিজেপি নেতার মন্তব্যের জেরে বিতর্ক শুরু। এদিন শাহিনবাগের সিএএ বিরোধী বিক্ষোভকে কটাক্ষ করে বিজেপি নেতা গিরিরাজ সিং বলেন, 'ক্রমেই আত্মঘাতী বিস্ফোরণকারী আতুর ঘরে পরিণত হচ্ছে শাহিনবাগ।'

'দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা হচ্ছে রাজধানীতে'

আজ সকালে একটি টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ লেখেন, 'এই শাহিনবাগ আর কোনও আন্দোলন নয়। এটা ক্রমেই আত্মঘাতী বিস্ফোরণকারী আতুর ঘরে পরিণত হচ্ছে। দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে রাজধানীতে।'

শাহীনবাগের প্রতিবাদীদের নিয়ে বিতর্কিত মন্তব্য পরবেশের

শাহীনবাগের প্রতিবাদীদের নিয়ে বিতর্কিত মন্তব্য পরবেশের

প্রসঙ্গত শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। এর আগে বিজেপি সাংসদ পরবেশ ভর্মা। 'শাহীনবাগের প্রতিবাদীরাই একদিন ঘরে ঢুকে মা-বোনেদের ধর্ষণ-খুন করবে।' তিনি আরও বলেছিলেন, 'লক্ষাধিক লোক শাহীনবাগে জড়ো হয়েছে প্রতিবাদ করতে। দিল্লির মানুষদের পুরো ব্যাপারটা বুঝতে হবে এবং ভাবতে হবে। এই লোকগুলোই সকলের বাড়িতে ঢুকবে, মা-বোনেদের ধর্ষণ করে খুন করবে আর কারও কিছু করার থাকবে না। আজ সময় রয়েছে সকলের কাছে, বেশি দেরি করলে মোদী-শাহ বাঁচানোর জন্যও কিন্তু থাকবে না।' এই মন্তব্যের জেরেই তাঁকে ৯৬ ঘণ্টার জন্য প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল দিল্লির নির্বাচন কমিশন।

গুলি মারা 'নিদান' দিয়েছিলেন অনুরাগ ঠাকুরও

গুলি মারা 'নিদান' দিয়েছিলেন অনুরাগ ঠাকুরও

এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও একই দোষে দোষী। রায়থালা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিএএ বিরোধীদের কট্টর সমালোচনা করে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। পাশাপাশি বিক্ষোভকারীদের গুলি করে মারা উচিত বলেও মন্তব্য করেছিলেন অনুরাগ। একাধিক বিতর্কের পর নির্বাচন কমিশনের নির্দেশের জেরে অনুরাগ ঠাকুরকে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেয় বিজেপি।

শাহিনবাগ নিয়ে ক্রমেই উত্তাল হচ্ছে দিল্লি রাজনীতি

শাহিনবাগ নিয়ে ক্রমেই উত্তাল হচ্ছে দিল্লি রাজনীতি

এদিকে শাহিনবাগ নিয়ে ক্রমেই উত্তাল হয়ে উঠছে দিল্লির রাজনীতি। দিল্লির শাহীনবাগ এলাকায় সিএএ বিরোধী অবস্থানের জায়গার কাছে গুলির শব্দ শোনা যায় ১ ফেব্রুয়ারি। পরে সেই ঘটনায় কপিল গুজ্জর নামক যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদিকে শাহিনবাগে গুলি চালানোর ঘটনার ধৃত কপিল গুজ্জরের আম আদমি পার্টির যোগের কথা প্রকাশ করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ দাবি করে, ২০১৯-এর শুরুর দিকে কপিল গুজ্জর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন।

'বিজেপি পুলিশকে ব্যবহার করছে'

'বিজেপি পুলিশকে ব্যবহার করছে'

এরপরই বিজেপিকে তোপ দেগে কেজরিওয়াল অভিযোগ করেন, 'দিল্লি পুলিশকে নিজেদের ষড়যন্ত্রে সামিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের কি মনে হয় যে আমরা এ জাতীয় গুলি চালানোর মতো ঘটনায় মদত দেওয়ার ক্ষমতা রাখি? ওঁর পরিবারও বলেছে যে আপের সঙ্গে ওঁদের কোনও সম্পর্ক নেই। এরকম হলে তো যে কেউ নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করতে পারবেন।'

শাহিনবাগ নিয়ে অমিশ শাহকে তোপ কেজরিওয়ালের

শাহিনবাগ নিয়ে অমিশ শাহকে তোপ কেজরিওয়ালের

এর আগেও শাহিনবাগকে রাজনৈতিক ইস্যু বানিয়ে দিল্লি নির্বাচন লড়ার পরিকল্পনা করছেন বলে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল। পাশাাপাশি তিনি অভিযোগ করেন, শাহিনবাগ বিক্ষোভকে ইচ্ছাকৃত ভাবে বাঁচিয়ে রেখেছেন অমিত শাহ। শাহকে তোপ দেগে তিনি প্রশ্ন করেন, 'উনি এত শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তাহলে একটা রাস্তা কী করে খুলতে পারছেন না তিনি?'

English summary
Shaheen Bagh Now Suicide Bombers' Breeding Ground tweeted minister giriraj singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X