For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি নির্বাচনে শাহিনবাগ ইস্যুতে কারা লুঠছে ফায়দা, ‘অন্য’ আভাস দিচ্ছে সমীক্ষার রিপোর্ট

দিল্লি নির্বাচনে শাহিনবাগ ইস্যুতে কার ফায়দা, ‘অন্য’ আভাস দিচ্ছে সমীক্ষার রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় আভাস মিলেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির সরকারই ফিরছে দিল্লির মসনদে। দু-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আবার বিজেপি ও কংগ্রেস দুরমুশ হতে চলেছে রাজধানীর নির্বাচনে।

সর্বশেষ সমীক্ষায়

সর্বশেষ সমীক্ষায়

সমীক্ষার অনুসারে, আপ ৪২-৫৬টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১০ থেকে ২৪টি আসন। কংগ্রেস পেতে পারে সর্বাধিক চারটি আসন। ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় কিঞ্চিৎ ভালো ফল করলেও আপকে হারিয়ে ক্ষমতায় আসার জায়গায় আসবে না বিজেপি।

ভোট শেয়ারে কে কত

ভোট শেয়ারে কে কত

এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী এখন ভোট হলে আপ পেতে পারে ৪৫.৬ শতাংশ ভোট। বিজেপি ৩৭.১ শতাংশ ভোট পাবে বলে আশা করা হচ্ছে। আর কংগ্রেস মাত্র ৪.৪ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্য আঞ্চলিক দলগুলি সাকুল্যে ১২.৯ শতাংশ পাবে বলে মনে করছে সমীক্ষাটি

শাহিনবাগের প্রভাব

শাহিনবাগের প্রভাব

এবিপি নিউজ এবং সি-ভোটারের সমীক্ষা অনুযায়ী শাহিনবাগের ঘটনা বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। দিল্লিবাসীদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে এক মাসব্যাপী আন্দোলনে বসে থাকা অনেকেই সঠিক মনে করছেন না। সমীক্ষায় সেই ছবিও স্পষ্ট হয়েছে।

শাহিনবাগ কি ঠিক

শাহিনবাগ কি ঠিক

শাহিনবাগ ইস্যু সম্পর্কে জানতে চাইলে ৬২ শতাংশের মত এই বিক্ষোভ ভুল। আর ২৭ শতাংশ মানুষ মনে করেন শাহিনবাগের ঘটনা একেবারে সঠিক। এই প্রতিবাটদা জরুরি। বিজেপির বিরুদ্ধে এই প্রতিবাদ এক করেছে বিরোধীদের।

শাহিনবাগে কে লাভবান

শাহিনবাগে কে লাভবান

৩৯ শতাংশ উত্তরদাতারা মনে করেন শাহিনবাগের বিক্ষোভ থেকে বিজেপি লাভবান হবে। ২৫ শতাংশ বলেছেন যে আম আদমি পার্টি লাভবান হবে। আর ৪ শতাংশ মানুষ বলেছেন শাহিনবাগের এই বিক্ষোভ সমাবেশটি কংগ্রেস দলের পক্ষে যাবে। ১০ শতাংশ বলেছেন এই ঘটনায় কারও কোনও লাভ হবে না।

সিএএ সম্পর্কিত সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা, বলছে কেন্দ্র সিএএ সম্পর্কিত সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা, বলছে কেন্দ্র

English summary
Shaheen Bag issue will be key factor in Delhi Assembly Election. According to ABP news-C Voter survey BJP will be gainer due to Shaheen Bag issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X