For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখ খান সহ চার অভিনেতার স্ত্রীদের চিঠি পাঠাল আপ, কারণটা কী জানেন?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ মার্চ : পানমশলা, গুটখা বা তামাকজাতীয় দ্রব্যের বিজ্ঞোপন করা থেকে নিজেদের বিরত রাখার জন্য আগেই শাহরুখ খান, অজয় দেবগণ, আরবাজ খান এবং গোবিন্দকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিল দিল্লির আপ সরকার। কিন্তু তাতে কোনওরকম ইতিবাচক প্রতিক্রিয়া না পেয়ে এবার অভিনেতাদের স্ত্রীয়ের কাছে চিঠি পাঠাল আপ সরকার।

চিঠির মূল বক্তব্য হল, যাতে স্ত্রীরা অভিনেতা স্বামীদের এই ধরণের বিজ্ঞাপন করা থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করেন। তার জন্য এবার সরাসরি অভিনেতা স্ত্রীদের সাহায্য চাইল সরকার। কারণ এই ধরণের নেশাজাত দ্রব্যে ক্ষতিকর উপাদান থাকে যা ক্যানসারের মতো রোগের জন্ম দেয়। অভিনেতারা এই ধরণের ব্র্যান্ডের প্রচার করলে তাতে সমাজে এই ধরণের দ্রব্যের চাহিদা ও সেবন বাড়বে।

শাহরুখ খান সহ চার অভিনেতার স্ত্রীদের চিঠি পাঠাল আপ

শাহরুখ পত্নী গৌরি খানকে লেখা চিঠিতে বলা হয়েছে, "আপনার কাছে বিনীত নিবেদন করা হচ্ছে যাতে জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে আপনি শাহরুখ খানকে পানমশলার বিজ্ঞাপন থেকে বিরত থাকার জন্য উৎসাহ প্রদান করেন।"

চিঠিতে একথাও জানানো হয় যে, এর আগে শাহরুখ খানকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যাতে জনস্বার্থে তিনি এই ধরণের বিজ্ঞাপনে অংশ না নেন। কিন্তু তাঁর তরফে দিল্লি স্বাস্থ্য দফতরের কাছে কোনও জবাব আজ পর্যন্ত আসেনি। তিনি পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানো বন্ধও করেননি।

ঠিক একই চিঠি গিয়েছে অজয় দেবগণের স্ত্রী কাজল, আরবাজ খানের স্ত্রী মালাইকা আড়োরা খান এবং গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজার কাছ।

এই চিঠিতে এই বিষয়টিরও উল্লেখ করা হয়েছে যে, "এই ধরণের পান মশলায় হয়তো তামাক বা নিকোটিন নেই, তবে এবশ্যই এতে সুপুরি থাকে। যা ক্যানসারের জন্ম দেয় এবং তার বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে।"

এই একই ধরণের চিঠি এর আগে অভিনেত্রী সানি লিওনির কাছেও পাঠানো হয়েছিল।

English summary
Shah Rukh Khan's Wife, 3 Others Get Letter From AAP Government. Here's Why
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X