For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে মোদী-শাহদের ভাষণ, কর্ণাটক জয়ের পর কী বললেন প্রধানমন্ত্রী

কর্ণাটকের প্রধান দল হিসেবে উঠে আসার পর, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দিল্লি সদর দফতরের দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

Google Oneindia Bengali News

কর্ণাটকে শেষ পর্যন্ত নিরঙ্কুশ সংখ্যা গরীষ্ঠতা জোটেনি ঠিকই, কিন্তু কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপি এ রাজ্যের সর্ববৃহত দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। সেই জয়ের পর এদিন সন্ধ্যায় দিল্লির পার্টি অফিস থেকে কর্ণাটকের নির্বাচনে ভাল ফলের জন্য সেখানকার বিজেপি নেতা ও কর্মীদের অভিন্দন জানান। সেই সঙ্গে বিজেপির ওপর আস্থা রাখার কারণে কর্ণাটকের জনগণকে ধন্যবাদ দেন মোদী। আর অমিত শাহ বললেন, কংগ্রেস-জেডি(এস) জোটের পরও রাজ্যে বিজেপিরই সরকার হবে।

কর্ণাটকে সর্ববৃহত দল হওয়ার পর যে বার্তা দিলেন মোদী-শাহ

এদিন সন্ধ্যা সাতটা নাগাদ দলীয় কার্যালয়ে এসে পৌঁছান দলের সভাপতি অমিত শাহ। তাঁর গাড়ির উদ্দেশ্য করে সমর্থকরা স্লোগান দেয়, গোলাপের পাঁপড়ি ছোড়ে। আধঘন্টা বাদেই আসেন প্রধানমন্ত্রী। তাঁকে গেরুয়া উত্তরিয় দিয়ে সংবর্ধনা জানান অমিত শাহ। এরপর দলীয় কার্যালয়ের বারান্দা থেকে নিচে দাঁড়ানো অগনিত সমর্থকদের উদ্দেশ্যে তারা হাত নাড়েন।

এরপর দলের প্রধান কার্যালয় থেকে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন শাহ। বলেন এর আগে পর পর ১৪ টি নির্বাচনে জিতেছে বিজেপি। এবারেরও শেষ হাসি বিজেপিই হাসবে। এতগুলি রাজ্যে পরপর জয়ের কারণ হিসেবে মোদার কথাই উল্লেখ করেন অমিত শাহ। বলেন, দলের সব কর্মীদের পক্ষ থেকে, 'আমি তাঁর নিরন্তর প্রয়াস ও তাঁর যাবতীয় অবদানের জন্য আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর দৃষ্টিভঙ্গী ও নির্দেশেই আমাদের দল এই বিপুল সমর্থন পেয়েছে'।

অমিতের পর বলতে ওঠেন নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি বারানসীর সেতু দুর্ঘটনার কথা উল্লেখ করে শোক প্রকাশ করেন। পরক্ষণেই আজকের জয় নিয়ে বিরোধীদের কটাক্ষ করা শুরু করেন তিনি। বলেন, 'বিরোধীরা বলতেন, বিজেপি হিন্দি বলয়ের দল। গোয়া, গুজরাত, মহারাষ্ট্র কিংবা উত্তর-পূর্বের রাজ্যের লোকেরা কি হিন্দিতে কথা বলে? না, বিজেপি গর্বের ভারতের বৈচিত্রময়তার প্রতিনিধিত্ব করে।'

এরপরই সরাসরি চলে যান কর্ণাটক প্রসঙ্গে। বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য রাজ্যের জনতাকে তিনি ধন্যবাদ জানান। বলেন, 'আমি আপনাদের বলছি, কর্ণাটকের উন্নয়নের জন্য যা যা করার সব করবে আমাদের দল।' এরপর নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করার জন্য তিনি কর্ণাটকের বিজেপি নেতাদের ধন্যবাদ দেন। অমিত শাহকে দেখিয়ে বলেন, 'আদর্শ কার্যকর্তা কাকে বলে জানেন? আমাদের সর্বভারতীয় সভাপতিকে দেখুন।'

সবশেষে বেশ খানিকটা বিনয়ী শোনায় তাঁর গলা। বলেন, 'নির্বাচনে জয়লাভ করাটাই সব নয়। যাঁদের গণতান্ত্রিক চিন্তাধারা আছে তাঁদের গণতন্ত্রকে শক্তিশালী করতে এক একত্রিত হওয়া উচিত। আমরা শুধুমাত্র পক্ষপাতমূলক দৃষ্টি থাকলে চলবে না।

English summary
After emerging as the major party of Karnataka, Amit Shah and Narendra Modi address party workers from delhi headquarters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X