For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিমানবন্দরে আটক প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জল

প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জলকে শ্রীনগর বিমান বন্দরে আটক করল পুলিস। তাঁকে শ্রীনগরে এনে গৃহবন্দি করে রাখা হয়েছে। সূত্রের খবর তিনি ইস্তানবুল যাচ্ছিলেন।

Google Oneindia Bengali News

প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জলকে শ্রীনগর বিমান বন্দরে আটক করল পুলিস। তাঁকে শ্রীনগরে এনে গৃহবন্দি করে রাখা হয়েছে। সূত্রের খবর তিনি ইস্তানবুল যাচ্ছিলেন। কিন্তু দিল্লি বিমান বন্দরে তাঁকে আটক করে শ্রীনগরে ফেরত পাঠানো হয়। কাশ্মীরের জন্য আইএএসের চাকরি ছেড়েছিলেন তিনি। নিজের নতুন রাজনৈতিক দলও শুরু করেছেন।

দিল্লি বিমানবন্দরে আটক প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জল

৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন শাহ ফয়জল।

গতকাল তিিন নিজের টুইটারে লিখেছিলেন, 'মোদী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে অহিংস জন আন্দোলন জরুরি। নিজের টুইটারে শাহ ফয়জল লিেখছিলেন উপত্যকার রাজনৈতিক অধিকার রক্ষায় একটি অহিংস দীর্ঘ আন্দোলন জরুরি। কারণ ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের অস্তিত্ব বিপন্ন। সংবিধান প্রণেতারাও আর নেই। কাজেই এখন হয় তাঁবেদারি করতে হবে নয়তো বিচ্ছিন্নতাবাদী হতে হবে। এর মধ্যে আর কোনও পর্দা রইল না।'

এর আগে আরও একটি বিতর্কিত টুইট করেছিলেন শাহ ফয়জল। তিনি লিখেছিলেন কাশ্মীরে এবার কোনও ইদ নেই। গোটা বিশ্বের সর্বত্র বসবাসকারী কাশ্মীরিরা অত্যন্ত মর্মাহত। অনৈতিক ভাবে আমাদের জমি ভাগ করা হয়েছে। ১৯৪৭ সাল থেকে যা আমাদের কাছে ছিল সবকিছু ছিনিেয় নেওয়া হয়েছে। এই অপমানের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কোনও ইদ পালিত হবে না কাশ্মীরে।

তারপরেই তিনি ইস্তানবুল সফরে জন্য দেশ ছাড়ছিলেন কিন্তু তার আগেই পুলিস তাঁকে দিল্লি বিমান বন্দরে আটক করে। কাশ্মীরে গৃহবন্দি রাজনীতিকদের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুমা মুফতিকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। টেলিফোন, ইন্টারনেট পরিষেবা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীরের অধিকাংশ জায়গায় কার্ফু জারির মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে।

English summary
Shah Faesal was detained at the Delhi airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X