For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট বয়সে যৌন নির্যাতনের শিকার! যৌবনেও জানাতে পারবেন অভিযোগ, জেনে নিন কীভাবে

নতুন প্রস্তাব সামনে এনেছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। সেই প্রস্তাব দিনের আলো দেখলে যৌন নির্যাতনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগেই কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সুপারিশ মেনে ১২ বছরের কমবয়সীদের ধর্ষণে সর্বোচ্চ সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করে দিয়েছে কেন্দ্র। আইন পাশ করে তা রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে। তা রাষ্ট্রপতি সই-ও করে দিয়েছেন। এবার নতুন প্রস্তাব সামনে এনেছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। সেই প্রস্তাব দিনের আলো দেখলে যৌন নির্যাতনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

নতুন সুপারিশ

নতুন সুপারিশ

নারী ও শিশুকল্যাণ মন্ত্রক দাবি জানিয়েছে, কোনও নারী যুবতী হওয়ার পরের অন্তত সাত বছর সময় তাঁকে দেওয়া হোক যাতে অতীতে হওয়া কোনও যৌন নির্যাতন নিয়ে সে মুখ খুলে অভিযোগ জানাতে পারে। অর্থাৎ যৌবনে বা কিশোর বয়সে তার সঙ্গে হওয়া কোনও অপরাধ সম্পর্কে একটি মেয়ে ২৫ বছর বয়স পর্যন্ত অভিযোগ জানাতে পারবে।

২৫ বছরের আগে অভিযোগ

২৫ বছরের আগে অভিযোগ

পুরনো কোনও অভিযোগ ২৫ বছরের পর জানালে তার বৈধতা অবশ্যই থাকবে না। তবে পুরনো কোনও যৌন নির্যাতনের অভিযোগ এই বয়সের মধ্যে জানালে তা সাম্প্রতিক অভিযোগের মতোই গুরুত্ব পাবে।

আইনি সংস্থান

আইনি সংস্থান

ঘটনা হল এমনটা কী হতে পারে? ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ নম্বর ধারা অনুযায়ী, জরিমানা হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে সময়কাল থেকে ছয় মাসের মধ্যে অভিযোগ জানানো যেতে পারে। এক বছরের সাজা হতে পারে এমন ঘটনায় এক বছরের মধ্যে অভিযোগ জানাতে হয়। তিন বছরের সাজা হয় এমন ক্ষেত্রে তিন বছরের মধ্যে অভিযোগ জানাতে হয়। আর তার বেশি সাজা হতে পারে এমন অপরাধে অভিযোগ জানানোর কোনও নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া নেই।

পক্ষে-বিপক্ষে মতবাদ

পক্ষে-বিপক্ষে মতবাদ

সময় বেঁধে দেওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে মতবাদ রয়েছে। অনেক সময় নিগৃহীত অভিযোগ জানানোর ক্ষেত্রে পিছিয়ে যান। ফলে দিন পেরিয়ে যেতে পারে। তিনি যতদিনে সাহস সঞ্চয় করবেন ততদিনে বয়স পেরিয়ে যেতে পারে। আবার অনেকে নিগৃহীত হওয়ার ফলে এমন ট্রমায় চলে যান যে ২৫ বছর বয়সের মধ্যে অভিযোগ জানাতে পারবেন না। সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে তা নতুন সুপারিশে স্পষ্ট করা নেই।

English summary
Sexual abuse survivors in childhood may lodge complaint till age 25, a new proposal of Union Women and Child Development Ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X