For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিঙ্গ অনুপাতের বৈষ্যম্য বাড়ছে দেশে, গুজরাতে অবস্থা শোচনীয়, জানাল নীতি আয়োগের রিপোর্টই

জন্মের সময় লিঙ্গের অনুপাতের হারে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য ক্রমশ বাড়ছে। দেশের ২১টি বড় রাজ্যের মধ্যে ১৭টিতে এই একই অবস্থা। এর মধ্যে গুজরাতের অবস্থা বেশ শোচনীয়।

  • |
Google Oneindia Bengali News

জন্মের সময় লিঙ্গের অনুপাতের হারে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য ক্রমশ বাড়ছে। দেশের ২১টি বড় রাজ্যের মধ্যে ১৭টিতে এই একই অবস্থা। এর মধ্যে গুজরাতের অবস্থা বেশ শোচনীয়। আগের সমীক্ষার চেয়ে ৫৩ পয়েন্ট নিচে নেমে গিয়েছে নরেন্দ্র মোদীর রাজ্য। এমন রিপোর্টই পেশ করেছে নীতি আয়োগ।

লিঙ্গ অনুপাতের বৈষ্যম্য বাড়ছে দেশে, গুজরাতে অবস্থা শোচনীয়

রিপোর্ট অনুযায়ী, ১৭টি রাজ্যে ১০ পয়েন্টের বেশি নেমে গিয়েছে লিঙ্গের অনুপাত। গুজরাতে আগে প্রতি হাজারে মহিলা ছিল ৯০৭জন। এখন তা কমে হয়েছে ৮৫৪জন। যার অর্থ প্রতি ১ হাজার পুরুষে ৮৫৪জন মহিলার জন্ম হচ্ছে।

আর এটা হচ্ছে মূলত জন্মের আগে লিঙ্গ চিহ্নিতকরণ করে গর্ভপাত করানোর ফলেই। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

গুজরাতের পর হরিয়ানা দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের পড়েছে ৩৫ পয়েন্ট। তারপরে রাজস্থান ৩২ পয়েন্ট, উত্তরাখণ্ড ২৭ পয়েন্ট, মহারাষ্ট্র ১৮ পয়েন্ট, হিমাচলপ্রদেশ ১৪ পয়েন্ট, ছত্তিশগড় ১২ পয়েন্ট ও কর্ণাটক ১১ পয়েন্ট।

অন্যদিকে লিঙ্গের অনুপাত কমেছে পাঞ্জাবে। সেখানে ১৯ পয়েন্ট বেড়েছে। এছাড়া উত্তরপ্রদেশ ১০ পয়েন্ট ও বিহার ৯ পয়েন্ট বেড়েছে লিঙ্গ অনুপাতের হারের ক্ষেত্রে।

জন্মের নিরিখে এই ধরনের লিঙ্গের অনুপাত রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। তাহলেই বোঝা যায় কোন রাজ্যে কত বেশি হারে গর্ভপাতের ঘটনা ঘটছে। এই রিপোর্ট অনুয়ায়ী বড় রাজ্যগুলিতে এই বৈষ্যম্যের অনুপাত যত দিন যাচ্ছে তত বাড়ছে।

English summary
Sex ratio at birth dips in 17 of 21 large states, Gujarat records 53 points fall, says NITI Aayog report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X