For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ু দূষণের জেরে মারাত্মক ক্ষতির দোরগোড়ায় ভারত, দেশবাসীর গড় আয়ু কত কমছে জানলে চমকাবেন

বায়ু দূষণের জেরে মারত্মক ক্ষতির দোরগোড়ায় ভারত, দেশবাসীর গড় আয়ু কত কমছে জানলে চমকাবেন

  • |
Google Oneindia Bengali News

এর আগেই একটি সর্বভারতীয় সমীক্ষায় জানা গিয়েছিল ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে ভারতীয়দের গড় আয়ু কমছে ৪ বছর। এবার সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। বুধবার একটি মার্কিন গবেষণা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের ফলে প্রায় ৪০ শতাংশ ভারতীয়দের আয়ু নয় বছরেরও বেশি কমে যেতে পারে। এই রিপোর্ট সামনে আসার পরেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।

গড় আয়ু কমছে ৯ বছরেরও বেশি

গড় আয়ু কমছে ৯ বছরেরও বেশি

এদিকে রাজধানী দিল্লি সহ মধ্য, পূর্ব ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী ৪৮০ মিলিয়নেরও বেশি মানুষ অধিক মাত্রায় পড়েন বায়ু দূষণের কবলে। তারফলে তাদের স্বাস্থ্যেৎ ঝুঁকিই সর্বাধিক বলে জানাচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউটের EPIC প্রতিবেদন। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং মধ্য ভারতের উল্লেখযোগ্য রাজ্য মধ্যপ্রদেশেও বায়ুর মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে বলে জানা যাচ্ছে।

 সর্বাধিক নবজাতকের প্রাণ গিয়েছে ভারতেই

সর্বাধিক নবজাতকের প্রাণ গিয়েছে ভারতেই

এদিকে ভারতের পাশাপাশি গোটা বিশ্বেই বায়ুদূষণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। এর আগে 'বৈশ্বিক বায়ুর অবস্থা ২০২০'-র রিপোর্টে একাধিক উদ্বেগজনক তথ্য সামনে আনা হয়। তাতেই দেখা যায় ২০১৯ সালে সারা পৃথিবীতে কম করে পাঁচ লক্ষ নবজাতকের প্রাণ কেড়েছে দূষিত বায়ু। যাদের মধ্যে সিংহভাগই আবার ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের। এদিকে প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় যে ভারতে উদ্বেগ অনেকাংশেই বেশি তা স্বীকার করছেন প্রত্যেকেই।

কীভাবে ফিরতে পারে আয়ু

কীভাবে ফিরতে পারে আয়ু

এদি্কে বিপজ্জনক দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য গত কয়েক বছরেই ভারত সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৯ সালে চালু করা হয় জাতীয় পরিচ্ছন্ন বায়ু কর্মসূচির (এনসিএপি)। বর্তমানে এই প্রকল্পেরও প্রশংসা করা হয়েছে EPIC রিপোর্টে। ওই রিপোর্টেই বলা হয়েছে, এনসিএপি-র লক্ষ্যমাত্রা পূরণ হলে অচিরেই তা গোটা দেশের মানুষের গড় আয়ু ১ বছর ৭ মাস বছর বাড়িয়ে দেবে। অধিক সুরক্ষা পাবে দিল্লি। সেখানে বসবাসীকারী মানুষের গড় আয়ু ৩ বছর ১ মাস পর্যন্ত বেড়ে যাবে।

আগামী কয়েকদিন কতটা বদলাবে রাজ্যের আবহাওয়া, একনজরে হাওয়া অফিসের পূর্বাভাসে বাংলার জেলাগুলিআগামী কয়েকদিন কতটা বদলাবে রাজ্যের আবহাওয়া, একনজরে হাওয়া অফিসের পূর্বাভাসে বাংলার জেলাগুলি

 বিশ্বের দূষিত দেশগুলির তালিকায় ২ নম্বরে ভারত

বিশ্বের দূষিত দেশগুলির তালিকায় ২ নম্বরে ভারত

এদিকে গত বছর প্রকাশিত একটি আন্তর্জাতিক রিপোর্টে দেখা যাচ্ছে বিশ্বের দূষিত দেশগুলির তালিকায় ২ নম্বরে রয়েছে ভারত। এমনকী সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় একদম শীর্ষস্থানে রয়েছে নয়া দিল্লি। আর এখানেই বেড়েছে উদ্বেগ। ওই গবেষণাতেই বলা হয়েছিল, গ্রিন হাউস গ্যাস, বৃক্ষ ছেদনের ফলে দেশে দূষণের মাত্রা প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে, যার বড় প্রভাব পড়ছে নাগরিক জীবনে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Deadly damage due to air pollution, fatal damage due to air pollution is decreasing for more than 9 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X