For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাত্মক করোনা সংক্রমণের জেরে লোপ পেতে পারে বুদ্ধি? নয়া গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট

মারাত্মক করোনা সংক্রমণের জেরে লোপ পেতে পারে বুদ্ধি? নয়া গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে অতীতে একাধিক গবেষণা পত্র সামনে এসেছে। এমনকী শরীরের একাধিক অঙ্গপ্রতঙ্গের উপর মারণ ভাইরাসের ভয়ানক প্রভাব পড়ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার মারাত্মক ঝুঁকিপূর্ণ করোনা সংক্রমণের জেরে ছাপ পড়ছে মস্তিকেও। কমছে মস্তিষ্কের গ্রে ম্যাটার!

উদ্বেগ বাড়াচ্ছে নয়া গবেষনা

উদ্বেগ বাড়াচ্ছে নয়া গবেষনা

সম্প্রতি হায়দরাবাদের এক দল নিউরোলজিস্টদের দাবি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। কোভিডের মাঝারি থেকে স্বল্প মাত্রার সংক্রমণের ক্ষেত্রে সমস্যা কম হলেও কোভিড আক্রান্তদের মধ্যে যাদের অবস্থা সংকটজনক আকার ধারণ করছে, যাদের হাসপাতালে ভরতি হতে হচ্ছে, এমনকী থাকতে হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশনে তাদেরই পরবর্তীতে মারাত্মক স্নায়ুবিক সমস্যা দেখা দিচ্ছে বলে দাবি করছেন গবেষকরা।

 কাদের মধ্যে এই সমস্যা সর্বাধিক ?

কাদের মধ্যে এই সমস্যা সর্বাধিক ?

বিশেষ করে যাঁরা অক্সিজেন থেরাপিতে রয়েছেন, তাঁদের মস্তিষ্কের ক্ষমতা কম হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে, করোনা সংক্রমিতের যদি বেশিরভাগ সময় জ্বর থাকে ও তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হয় তাহলে তাদের অনেকের ক্ষেত্রেই গ্রে ম্যাটারের ভলিউম কমতে শুরু করছে। যা রীতিমতো উদ্বেগজনক।

কী এই গ্রে ম্যাটার ?

কী এই গ্রে ম্যাটার ?

এদিকে এই 'গ্রে ম্যাটার'ই মস্তিষ্ককে তথ্য প্রক্রিয়াবদ্ধ করতে সাহায্য করে। শানিত বুদ্ধি, স্মৃতি শক্তি সব ক্ষেত্রেই বড়সড় ভূমিকা রাখে এই গ্রে ম্যাটারের আয়তন। গ্রে ম্যাটারের বিভিন্ন অংশ বিভিন্ন অঙ্গ পরিচালনা বা চিন্তা ভাবনার কাজ করে। অন্যদিকে তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখে হোয়াইট ম্যাটার। ব্রেনের মধ্যে একদম বাইরের দিকে থাকে এই গ্রে ম্যাটার।

কোভিড মুক্তির পর প্রায় ১৫ শতাংশ মানুষই পড়ছেন নিউরোলজিক্যাল সমস্যায়

কোভিড মুক্তির পর প্রায় ১৫ শতাংশ মানুষই পড়ছেন নিউরোলজিক্যাল সমস্যায়

সমীক্ষায় দেখা গিয়েছে করোনা থেকে সেরে ওঠার পর প্রায় ১৫ শতাংশ মানুষ নিউরোলজিক্যাল সমস্যায় পড়ছেন। এই সমস্যা থেকে উত্তরণের জন্য চিকিৎসকেরা যদিও একাধিক পরামর্শও দিচ্ছেন। করোনা সেরে গেলেও সেজন্য শরীরের যত্ন নেওয়া বিশেষভাবে প্রয়োজন বলে মত তাদের। এমনকী কোভিড থেকে সেরে ওঠার পর, আরও অন্তত ছ'মাস পর্যবেক্ষণ ও কোভিড বিধি সঠিক ভাবে মেনে চলতেই হবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

English summary
gray matter of the brain is shrinking due to a serious corona infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X