For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিক্ষোভ ঘিরে ফের পারদ চড়ছে সবরিমালায়! বিভিন্ন রাজ্য থেকে বেসক্যাম্পে ৩০ জন মহিলার দল

ফের পারদ চড়ছে সবরিমালায়। ভোরের আলো ফোটার আগেই ৫০ বছরের নিচে ছয় মহিলা সবরিমালার পথে পৌঁছে যান পেম্বা বেসক্যাম্পে।

  • |
Google Oneindia Bengali News

ফের পারদ চড়ছে সবরিমালায়। ভোরের আলো ফোটার আগেই ৫০ বছরের নিচে ছয় মহিলা সবরিমালার পথে পৌঁছে যান পেম্বা বেসক্যাম্পে।

 সবরিমালার পথে মহিলাদের দল

সবরিমালার পথে মহিলাদের দল

এইসব মহিলা মাদুরাই থেকে পুলিশ প্রহরায় যাত্রা শুরু করেন মাদুরাই থেকে। ভোর সাড়ে তিনটে নাগাদ ভগবান আয়াপ্পার মন্দির থেকে ৪ কিমি দূরে তাঁরা পৌঁছে যান।
অন্য পাঁচ মহিলা তাঁদের সঙ্গে সহমর্মীতা দেখাতে পৌঁছে যান সেখানে। সব মিলিয়ে ত্রিশজন মহিলা সবরিমালার পথে পেম্বা বেস ক্যাম্পে পৌঁছে গিয়েছেন। সবরিমালার পথে যাত্রা শুরুর চেষ্টা করবেন।

পেম্বায় বিক্ষোভ

পেম্বায় বিক্ষোভ

অন্যদিকে পেম্বাতে বিরোধী মতের মহিলারাও বিক্ষোভ শুরু করেছেন। বলছেন, কোনও ভাবেই পেম্বায় আসা মহিলাদের সবরিমালায় যেতে দেবেন না তাঁরা।
অন্যদিকে যাঁরা পেম্বায় পৌঁছেছেন, তাঁরাও বলছেন কোনওভাবেই ভগবানের দর্শন না করে তাঁরা ফিরবেন না।

প্রতিরোধ গড়ে তুলতে ভিন রাজ্য থেকে

প্রতিরোধ গড়ে তুলতে ভিন রাজ্য থেকে

যে সব মহিলা পেম্বায় পৌঁছেছেন, তাঁদের দলটিও খুব একটা ছোট নয়। সেই দলে রয়েছেন, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে আসা মহিলারা।

পেম্বায় এক পুলিশ অফিসার জানিয়েছেন, সবমিলিয়ে ১১ জন মহিলা সেখানে পৌঁছেছেন। তাঁদের মধ্যে ছয়জন সবরিমালায় যেতে চেয়েছেন। বাকিরা জানিয়েছেন, তাঁরা গিয়েছেন ছয়জনকে রক্ষা করতে।

অন্য অনেক মহিলা ছোট ছোট দলে ভাগ হয়ে, পেম্বার উদ্দেশে গিয়েছেন। একটাই লক্ষ্য বিক্ষোভকারীদের পাল্টা প্রতিরোধ গড়ে তোলা।

মহিলাদের একসঙ্গে সবরিমালায় পাঠানোর ব্যাপারে যারা উদ্যোগ নিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মনিথি নামক স্বেচ্ছাসেবী সংস্থার কো-অর্ডিনেটর সেলভি। তাঁর আশা তাদের দলটি বড় থাকায় সবরিমালায় ঢুকতে পারবেন। বেশিরভাগই ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
নভেম্বরের মধ্যবর্তী সময়ে পুনের বাসিন্দা তুপ্তি দেশাইকে কোচি বিমানবন্দর ছাড়তে দেওয়া হয়নি। বিমানবন্দরের বাইরে বহু বিক্ষোভকারী ঘেরাও করে ছিলেন। বেসক্যাম্পে পৌঁছনোর জন্য কোনও গাড়ি তিনি পাননি।

সর্বোচ্চ আদালতের নির্দেশ

দেশের সর্বোচ্চ আদালত সেপ্টেম্বরে রজঃশীলা মহিলাদের সবরিমালায় প্রবেশে অনুমতি দিয়েছিল।
বিজেপি এবং কংগ্রেস সবরিমালায় মহিলাদের প্রবেশের বিরোধিতা করেছে। আদালতে রিভিউ পিটিশনও দাখিল করেছে তারা।

( ছবি সৌজন্য: এএনআই)

English summary
Several Women Wait At Sabarimala Base Camp Amid Protests, More Arriving
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X