For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা, জম্মু ও কাশ্মীরে সফর শুরু মন্ত্রিসভার সদস্যদের

জম্মু ও কাশ্মীরে উন্নয়নের বার্তা দিতে এদিন থেকে নতুন গঠিন কেন্দ্র শাসিত অঞ্চল সফর শুরু করেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরে উন্নয়নের বার্তা দিতে এদিন থেকে নতুন গঠিত কেন্দ্র শাসিত অঞ্চল সফর শুরু করেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রীরা। প্রসঙ্গত শুক্রবার প্রধানমন্ত্রী মোদী মন্ত্রীজের বলেছিলেন উন্নয়নের বার্তা নিয়ে জম্মু ও কাশ্মীর সফর শুরু করতে। শুধু শহুরে এলাকাতেই নয়, গ্রামীন এলাকাতেও মন্ত্রীদের যেতে বলেছিলেন তিনি।

৩৫ জন মন্ত্রীর সফর

৩৫ জন মন্ত্রীর সফর

ঠিক হয়েছে অন্তত ৩৫ জন মন্ত্রী জম্মু ও কাশ্মীর সফর করেন। মন্ত্রীরা নতুন গঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জায়গায় যাবেন। সরকারি পরিকল্পনা ব্যাখ্যা করবেন মন্ত্রীরা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই ধরনের উদ্যোাগ এই প্রথম।

৮ সফর শ্রীনগরে, ৫০ সফর জম্মুতে

৮ সফর শ্রীনগরে, ৫০ সফর জম্মুতে

সূত্রের খবর অনুযায়ী, আপাতত ঠিক হয়েছে, মন্ত্রীরা আটটি সফর করবেন শ্রীনগরে। আর ৫১ টি সফর করবেন জম্মুতে।

মন্ত্রীরা যাবেন যেসব জায়গায়

মন্ত্রীরা যাবেন যেসব জায়গায়

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের যাওয়ার কথা রয়েছে সাম্বা এলাকায়। অর্জুনরাম মেঘয়ালের যাওয়ার কথা রয়েছে, সাম্বারই পুরমণ্ডল এলাকায়। উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের জীতেন্দ্র সিং-এর যাওয়ার কথা রয়েছে জম্মুতে। সূত্রের খবর অনুযায়ী, রেলমন্ত্রী পীযুষ গোয়েল যাবেন জম্মুর আখনৌর-এ। তাঁর অপর ক্যাবিনেট সহকর্মী যাবেন কাটরা ও প্যানথাল এলাকায়। অপর কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্র নাথ পাণ্ডে যাবেন জম্মুর দনশাল এবং কাঠুয়ার যাবেন ভি মুরলিধরন।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেণ রেড্ডি গান্ডেরবাল যাবেন ২২ জানুয়ারি, মনিগ্রাম যাবেন ২৩ জানুয়ারি। রবিশঙ্কর প্রসাদ বারামুলার সোপরে যাবেন ২৪ জানুয়ারি। অবসরপ্রাপ্ত জেনারেল ভিকে সিং উধমপুরে যাবেন ২০ জানুয়ারি। অপর মন্ত্রী কিরেণ রিজিজু জম্মুর সুচেতগড় যাবেন ২১ জানুয়ারি। এই সময়ের মধ্যে গিরিরাজ সিং, অনুরাগ ঠাকুর, রমেশ পোখরিয়াল নিষাঙ্ক, প্রহ্লাদ যোশী এবং জিতেন্দ্র সিং যাবে কেন্দ্রশাসিত এই অঞ্চলের বিভিন্ন জায়গায়।

উন্নয়নের বার্তা দিতে সফর

উন্নয়নের বার্তা দিতে সফর

সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, জম্মু ও কাশ্মীরে গিয়ে মন্ত্রীদের উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে হবে। কথা বলতে হবে স্থানীয় মানুষের সঙ্গে। পাশাপাশি মন্ত্রীদের শুধু শহরে গেলেই হবে না, গ্রামেও যেতে হবে।

English summary
Several Union Ministers starts their their seven day visit to Jammu and Kashmir on 18 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X