For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত পরিযায়ীদের জন্য বরাদ্দ খাদ্যশস্য বিতরণে অনীহা বেশ কিছু রাজ্যের

আত্ম নির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত পরিযায়ীদের জন্য বরাদ্দ খাদ্যশস্য

Google Oneindia Bengali News

আত্ম নির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত পরিযায়ীদের জন্য বরাদ্দ করা হয়েছে কেবলমাত্র ৩৩ শতাংশ খাদ্যশস্য ও ৫৬ শতাংশ বিনামূল্যে ছোলা, যা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুবিধাভোগীদের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গিয়েছে উপভোক্তা, খাদ্য ও সরকারি বিতরণ মন্ত্রকের কাছ থেকে।

খাদ্যশস্য বিতরণে গাফিলতি দেখিয়েছে রাজ্য সরকার

খাদ্যশস্য বিতরণে গাফিলতি দেখিয়েছে রাজ্য সরকার

সরকারিভাবে মন্ত্রকের ৩১ অগাস্টের তথ্য থেকে জানা গিয়েছে, গত চার মাসে পরিযায়ীদের জন্য বরাদ্দ ৮ লক্ষ খাদ্যশস্যের মধ্যে ৬.‌৩৮ লক্ষ টন (‌৮০ শতাংশ) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার তুলে নিয়েছে এবং মাত্র ২.‌৬৪ লক্ষ টন (‌৩৩ শতাংশ)‌ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। কোভিড-১৯ মহামারি চলাকালিন সরকারের প্রতিক্রিয়া হিসাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ১৪ মে ঘোষণা করে জানিয়েছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা এনএফএসএ-এর অন্তর্গত নন বা যাঁদের কোনও রেশন কার্ড নেই তাঁদের দু'‌মাসের জন্য বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে।

 মে ও জুন ছাড়াও আরও দুইমাস বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে

মে ও জুন ছাড়াও আরও দুইমাস বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে

এই স্কিমের অন্তর্গত প্রত্যেক পরিযায়ী পরিবারকে ৫ কেজি করে খাদ্যশস্য ও ১ কেজি করে ছোলা মে ও জুন মাসে দেওয়া হয়েছে। এরপরও কেন্দ্র জুলাই ও অগাস্ট এই দুইমাস পরিযায়ীদের খাদ্যশস্য বিতরণ করেছে। যদিও ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত সরকার আত্ম নির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত ৬.‌৩৮ লক্ষ টন খাদ্যশস্যের মধ্যে ৪১ শতাংশ বিতরণ করতে পেরেছে। তথ্যে বলা হয়েছে, গোটা দেশে মে মাসে পরিযায়ীদের মধ্যে ১.‌১৭ লক্ষ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে, জুন মাসে ১.‌২৪ লক্ষ টন ও জুলাইতে ১৫,২২৩ টন ও অগাস্টে ৭,৬৪৩ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৬টি তাদের বরাদ্দের ১০০ শতাংশ খাদ্যশস্য তুলে নিয়েছে। শুধুমাত্র চারটি রাজ্য বিহার, ছত্তিশগড়, নাগাল্যান্ড ও ওড়িশায় সুবিধাভোগীদের মধ্যে ১০০ শতাংশ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এই স্কিমের অন্তর্গত ১০০ শতাংশ খাদ্যশস্য বিতরণে অন্ধ্রপ্রদেশ কোনও বিতরণ করেনি এবং তেলঙ্গনা এবং গোয়া ১ ও ৩ শতাংশ খাদ্যশস্য বিতরণ করেছে। আবার গুজরাত এই স্কিমের অন্তর্গত ৮৮ শতাংশ খাদ্যশস্য তুললেও মাত্র ১ শতাংশ বিতরণ করতে পেরেছে।

১৬০০ টন ছোলা বিতরণ করা হবে পরিযায়ী পরিবারের মধ্যে

১৬০০ টন ছোলা বিতরণ করা হবে পরিযায়ী পরিবারের মধ্যে

একইভাবে প্রত্যেক পরিযায়ী পরিবারকে রেশন কার্ড ছাড়া ১ কেজি করে ছোলা বিতরণেও রাজ্যগুলির একই চিত্র উঠে এসেছে, যা খুবই নিম্নগামী। সূত্রের খবর, উপভোক্তা বিষয়ক মন্ত্রকের এক শীর্ষ কর্তা সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে জানিয়েছেন যে আত্ম নির্ভর ভারত প্যাকেজের অন্তর্গত ১৬০০ টন বিনামূল্যে ছোলা পরিযায়ী পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। শ্রমিক স্ট্যান্ডিং কমিটির প্রধান বিজেডির সাংসদ ভ্রাতুহারি মেহতাব উপভোক্তা বিষয়ক মন্ত্রকের প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে পরিযায়ী কর্মীদের নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চান। কমিটি অসংগঠিত ও আনুষ্ঠানিক খাতে পরিযায়ী ও শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেছে।

ছোলা বিতরণ

ছোলা বিতরণ

খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত সরকার বরাদ্দ ২৯,১৩২ টন ছোলার মধ্যে ১৬,৩২৩ টন (‌৫৬ শতাংশ)‌ ছোলাই বিতরণ করতে পেরেছে। শুধুমাত্র দিল্লি ও মণিপুরই ১০০ শতাংশ ছোলা বিতরণ করতে সফল হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গোয়া, তেলঙ্গনা, গুজরাত, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, লাদাখ ও লাক্ষাদ্বীপে মাত্র ১০ শতাংশ ছোলা বিতরণ করা হয়েছে।

বাংলায় করোনার মৃত্যুর হার নামল ২-এর নিচে! বাড়ছে সুস্থতা, পরিসংখ্যানে স্বস্তিবাংলায় করোনার মৃত্যুর হার নামল ২-এর নিচে! বাড়ছে সুস্থতা, পরিসংখ্যানে স্বস্তি

English summary
several states are reluctant to distribute foodgrains to migrants under the atma nirbhar bharat package
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X