For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর বেড়েছে দুর্ঘটনার বহর! দেখুন দুর্ঘটনার ছয় ছবি

শুধু বুধবারেই নয়, এর আগেও উত্তরপ্রদেশে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেদিক থেকে হিসেব করলে দেশে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার অনেকগুলিই ঘটেছে উত্তরপ্রদেশে।

  • |
Google Oneindia Bengali News

শুধু বুধবারেই নয়, এর আগেও উত্তরপ্রদেশে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেদিক থেকে হিসেব করলে দেশে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার অনেকগুলিই ঘটেছে উত্তরপ্রদেশে। আর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে ঘটে চলেছে একের পর রেল দুর্ঘটনা।

যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর বেড়েছে দুর্ঘটনার বহর! দেখুন দুর্ঘটনায় ছয় ছবি

একনজরে ২০১৭-তে উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনা
যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেন ২০১৭-র ১৯ মার্চ। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম দুর্ঘটনাটি ঘটে ৩০ মার্চ।

১) ৩০ মার্চ ২০১৭, উত্তর প্রদেশের কুলপাহাড়ে মহাকৌশল এক্সপ্রেসের আটটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় আহত হয়েছিলেন ৫২ জন।

২) ১৫ এপ্রিল ২০১৭, রামপুরে মিরাট-লখনৌ রাজ্যরানি এক্সপ্রেসের আটটি কামরা লাইনচ্যুত হয়। আহত হয়েছিলেন ২৪ জন।

৩) ১৯ অগাস্ট ২০১৭, দুর্ঘটনাস্থল মুজফফরনগরের কাছে খাটাউলি। পুরী-হরিদ্বার কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার জেরে ২৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৯৭ জন।

৪) ২৩ অগাস্ট ২০১৭, পাটা ও আচলদা স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয় কইফিয়ত এক্সপ্রেস। ঘটনায় ১০০ জন আহত হয়েছিলেন।

৫) ২৪ অগাস্ট ২০১৭, চিত্রকূটে পাটনা-ভাস্কো-ডা-গামা এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৯ জন।

৬) ১০ অক্টোবর ২০১৮, রায়বরেলির কাছে নিউ দিল্লি মালদা নিউ ফরাক্কা এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত ৭।

English summary
Several rail accidents occured after Yogi Adityanath took the charge of CM in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X