For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কায় তীব্র আর্থিক সংকট! ভারতে আশ্রয় চেয়ে তামিলনাড়ুতে পৌঁছনোদের সংখ্যা বাড়ছে

শ্রীলঙ্কায় তীব্র আর্থিক সংকট! ভারতে আশ্রয় চেয়ে তামিলনাড়ুতে পৌঁছনোদের সংখ্যা বাড়ছে

  • |
Google Oneindia Bengali News

ভারতের (India) প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় (srilanka) তীব্র আর্থিক সংকট (economic crisis)। আন্দোলনের জেরে সরকারের ওপরে চাপ বাড়ছে। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভারতে আশ্রয় নেওয়ার সংখ্যাও বাড়ছে। সেইসব মানুষেরা নৌকায় আসছেন তামিলনাড়ু উপকূলে।

ভারতে আশ্রয় চান

ভারতে আশ্রয় চান

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে সেখানকার বহু মানুষ প্রতিবেশী ভারতে আশ্রয় নিতে চাইছেন। গত কয়েকদিন ধরেই একজন দুজন করে তামিলনাড়ু উপকূলে আসছেন। এই ধরনের মানুষের সংখ্যা বাড়ছে।য শুক্রবার দুই সন্তান-সহ এক দম্পতি তামিলনাড়ু উপকূলে এসে পৌঁছেছেন। জাফনা এবং মান্নার থেকে অন্তত ১০ জন নৌকায় তামিলনাড়ুর ধনুশকোডিতে এসে পৌঁছেছেন ইতিমধ্যেই।

শ্রীলঙ্কায় আর্থিক সংকট

শ্রীলঙ্কায় আর্থিক সংকট

অর্থমীতিবিদরা বলছেন, ৮১ বিলিয়ন ডলারের শ্রীলঙ্কার অর্থনীতি ধ্বংসের পথে। শ্রীলঙ্কা এখন ঋণ খেলাপি রাষ্ট্র। দেশটির ঋণের পরিমাণ এখন এতটাই খারাপ যে দেশের ভাণ্ডারে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে, তার তিনগুণ পরিমাণের বেশি ঋণ পরিশোধ করতে হবে। ঋণের ফাঁস ছাড়াও মুদ্রাস্ফীতি অনেক কিছুই বর্তমান সংকটে যুক্ত হয়েছে। ভারতে আশ্রয় চাওয়া সাধারণ মানুষ বলছেন, সেখানে বসবাস করা খুবই কঠিন হয়ে পড়েছে। কেননা সেখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়েছে।

পাশে দাঁড়িয়েছে ভারত

পাশে দাঁড়িয়েছে ভারত

প্রতিবেশীর আর্থিক সংকটে পাশে দাঁড়িয়েছে ভারত। আর্থিক সংকট মোকাবিলার অঙ্গ হিসেবে ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার ভারতের হাইকমিশনের তরফে জানানো হয়েছে কলম্বোয় আরও দুটি জ্বালানি ভর্তি জাহাজ পাঠানো হচ্ছে। এছাড়াও ভারত থেকে চালও পাঠানো হচ্ছে শ্রীলঙ্কায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, সেখানকার তামিলদের কথা মাথায় রেখে চাল ও জীবনদায়ী ওষুধ পাঠাতে তৈরি তারা। ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বিতরণের জন্য প্রয়োজনীয় অনুমতি দিতে কেন্দ্রকে বলেছেন মুখ্যমন্ত্রী।

ভারতের প্রশংসা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখে

ভারতের প্রশংসা শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুখে

শ্রীলঙ্কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ভারতের প্রশংসা করেছেন জয়সূর্য, অর্জুন রণতুঙ্গার মতো প্রাক্তন ক্রিকেটাররা। নিজেদের দেশের সরকারকে বিঁঝে তারা বলছেন, এখন ভিখারির মতো গোটা বিশ্বের কাছে, তাঁদেরকে সাহায্যের জন্য আবেদন করতে হচ্ছে। এর মধ্যেই যেসব দেশ সাহায্য করেছে, তাদের মধ্যে ভারত অন্যতম। সংকটের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্জুন রণতুঙ্গা। প্রেসিডেন্ট রাজাপক্ষ গৃহযুদ্ধ লাগাতে চাইছেন বলে অভিযোগ করেছেন রণতুঙ্গার মতো প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা বলছেন, ভারত বড় ভাইয়ের মতো। ওরাই সব প্রয়োজন মেটানোর চেষ্টা করছে। আর জাফনা বিমানবন্দর খোলা সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর উদারতার কারণেই, বলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।

English summary
Several people from Srilanka wants asylum in India due to economic crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X