For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৭০ বিলোপের প্রশ্নে ছত্রাখান বিরোধীপক্ষ! মোদীর বিজেপির পাশে দাঁড়াল যেসব দল

সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রশ্নে ছত্রখান বিরোধী পক্ষ। একদিকে যেমন মায়াবতীর বিএসপি ৩৭০ ধারা বিলাপকে সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনইসরকারকে সমর্থন করেছে কেজলিওয়ালের আপও।

  • |
Google Oneindia Bengali News

সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রশ্নে ভেঙে ছত্রখান বিরোধী পক্ষ। একদিকে যেমন মায়াবতীর বিএসপি ৩৭০ ধারা বিলোপকে সমর্থন জানিয়েছে, ঠিক তেমনই সরকারকে সমর্থন করেছে কেজলিওয়ালের আম আদমি পার্টিও। এছাড়াও যাঁরা সরকারকে সমর্থন করেছে তারা হল, বিজেডি, ওয়াইএসআরসিপি, এআইএডিএমকে, শিবসেনা এবং অসমের বিপিএফ।

সমর্থনে মায়াবতীর দল

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সমর্থনে যে দলের নাম প্রথমেই আসে তারা হল বিএসপি। রাজ্যসভায় দলের পক্ষে প্রস্তাবকে সমর্থন করেন সাংসদ সতীশ মিশ্র।

সমর্থন আপের

মোদী সরকারে কট্টর বিরোধী হিসেবে পরিচিত আপও এদিন ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে। সরকারের সিদ্ধান্ত রাজ্যে শান্তি এবং উন্নয়নের পথকে সুনিশ্চিত করবে বলে মনে করেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

পাশে বিজেডি

রাজ্যসভায় সরকারি প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়েছে বিজেডি।

সমর্থন এআইএডিএমকের

রাজ্যসভায় সরকারের প্রস্তাবে সায় দিয়েছে এআইএডিএমকে। দুটি প্রস্তাবকেই তারা সমর্থন করেছে।

পাশে শিবসেনা

এদিন ৩৭০ ধারা বিলোপের সরকারি সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে এনডিএ-র দীর্ঘদিনের শরিক শিবসেনা। তাদের ইস্তেহারেও দীর্ঘদিন ধরেই ৩৭০ ধারা বিলোপের কথা ছিল।

[আরও পড়ুন: মোদী সরকারের সিদ্ধান্তে ফুঁসছে কাশ্মীর, কী টুইট করলেন ওমর আবদুল্লা][আরও পড়ুন: মোদী সরকারের সিদ্ধান্তে ফুঁসছে কাশ্মীর, কী টুইট করলেন ওমর আবদুল্লা]

[আরও পড়ুন:'সম্পূর্ণ স্বাধীনতা পেল মাতৃভূমি ','কাশ্মীরে শান্তির প্রার্থনা করি'! ৩৭০ ধারা নিয়ে বলিউড সরগরম ][আরও পড়ুন:'সম্পূর্ণ স্বাধীনতা পেল মাতৃভূমি ','কাশ্মীরে শান্তির প্রার্থনা করি'! ৩৭০ ধারা নিয়ে বলিউড সরগরম ]

English summary
Several opposition parties govt on revoking of Article 370 in parliament Excepting BSP those who supported Govt are AAP, BJD, YSRCP, AIADMK, Shiv Sena, BPF.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X