For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের সঙ্গে সংঘর্ষ! এই রাজ্যে মৃত কমপক্ষে ১৪ জন মাওবাদী

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল কমপক্ষে ১৪ জন মাওবাদীর। রবিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গাডচিরোলির এটাপল্লি বোরিয়া ফরেস্টে।

  • |
Google Oneindia Bengali News

নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল কমপক্ষে ১৪ জন মাওবাদীর। রবিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গাডচিরোলির এটাপল্লি বোরিয়া ফরেস্টে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ! এই রাজ্যে মৃত কমপক্ষে ১৪ জন মাওবাদী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই মাওবাদীদের বেস ক্যাম্প রয়েছে। সেখানেই তিনদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। দেশের অন্য অংশের মাওবাদীরাও এলাকায় রয়েছে খবর পেয়ে তল্লাশি অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী। দুঘণ্টা ধরে এলাকায় চলে গুলি যুদ্ধ। মৃতদের মধ্যে দুজনকে চিহ্নিত করেছে পুলিশ। তাঁরা হলেন সাইনাথ এবং সাইনু।

পুলিশ সূত্রে খবর, ফরেস্টে এখন কেন্দু পাতার মরশুম চলছে। ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের লক্ষ্যেই মাওবাদীরা সেখানে গিয়েছিল বলে অনুমান পুলিশের।

মহারাষ্ট্রের পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাডচিরোলি পুলিশের সি-৬০ কমান্ডোরা এই অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযানে চোদ্দো মাওবাদীর মৃত্যু হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে বলে জানিয়েছেন, আইজিপি শারদ শেলার।

রাজ্য পুলিশের ডিজি সতীশ মাথুর গাডচিরোলি পুলিশের সি-৬০ কমান্ডোদের অভিনন্দন জানিয়েছেন।

English summary
Several Naxals have been killed in an encounter in Gadchiroli district on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X