For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকের অধিকাংশ আসনেই হেভিওয়েটদের ছড়াছড়ি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কর্নাটক
বেঙ্গালুরু, ১৭ এপ্রিল: বৃহস্পতিবার একই সঙ্গে ভোট নেওয়া হচ্ছে কর্নাটকের ২৮টি লোকসভা আসনে। দেখা যাচ্ছে, এখানে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া, ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি, বিজেপি হেভিওয়েট অনন্তকুমার, কে নেই তালিকায়!

সবার নজর কেন্দ্রীভূত হয়েছে বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রে। এখানে ইনফোসিস কর্তা নন্দন নিলেকানি দাঁড়িয়েছেন কংগ্রেসের টিকিটে। প্রতিদ্বন্দ্বীর নাম এইচ এন অনন্তকুমার। বিজেপি নেতা অনন্তকুমার পাঁচ-পাঁচবার ভোটে জিতেছেন এখান থেকে। তবে এবার তাঁর পক্ষে জেতা অতটা সহজ হবে না বলে দাবি স্থানীয় মানুষের। কারণ অনন্তকুমারকে ইদানীং আর বেঙ্গালুরুতে দেখা যায় না বলে অভিযোগ। তিনি দিল্লিতেই বসে থাকেন। কোনও সমস্যা হলে তাঁকে পাওয়া যায় না। পাশাপাশি, এর আগে কর্নাটকে ছিল বিজেপি সরকার। তাদের দুর্নীতিমূলক কার্যকলাপ এখনও ভোলেনি মানুষ। সেই ক্ষোভ আছড়ে পড়তে পারে অনন্তকুমারের বিরুদ্ধে।

তবে কর্নাটকের ভোটে জাতপাত একটা বড় বিষয়। এখানে পাঁচ লক্ষ ভোক্কালিগা রয়েছে। এরাই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নন্দন নিলেকানি এবং অনন্তকুমার, দু'জনই হলেন ব্রাহ্মণ। ফলে ব্রাহ্মণ ভোট যেমন ভাগাভাগি হবে, তেমনই ভোক্কালিগা ভোটেও হবে বিভাজন। যিনি অধিকাংশ ভাগটা নিজের দিকে টানতে পারবেন, তিনিই জিতবেন।

বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়ার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সি নারায়ণস্বামী। এখানে প্রথমজই জয়ী হবেন বলে অভিমত ওয়াকিবহাল মহলের।

চিক্কবল্লাপুর আসনও তারকাখচিত। কেন্দ্রীয় মন্ত্রী এম বীরাপ্পা মইলির প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তবে এখানে এখন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ফলে বীরাপ্পা মইলির হড়কে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শিমোগা আসনেও নজর রয়েছে সবার। এখানে বিজেপি-র টিকিটে লড়ছেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এই আসন থেকে গতবার জিতেছিলেন তাঁর ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র। ইয়েদুরাপ্পা লিঙ্গায়েত হওয়ায় এখানকার বিপুল লিঙ্গায়েত ভোট তিনি পাবেন নিশ্চিতভাবেই। তাই তাঁর জয়ের আশা প্রবল।

হাসান আসন থেকে প্রার্থী হয়েছেন সংযুক্ত জনতা দলের এইচ ডি দেবেগৌড়া। কংগ্রেসের এ মঞ্জু এবং বিজেপি-র সি এইচ বিজয়শঙ্কর তাঁর প্রতিদ্বন্দ্বী। তবে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী দেবেগৌড়া নিজে। দেবেগৌড়াই যে জিতছেন, এমন একটা প্রত্যয় কাজ করছে এখানকার ভোটারদের মধ্যে।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দরমাইয়ার এলাকা মহীশূর এবং পাশের চামরাজনগরে কিন্তু কংগ্রেসের অবস্থা যথেষ্ট ভালো। পাশাপাশি, এটা মুখ্য়মন্ত্রীর প্রেস্টিজ ইস্যুও। ফলে মহীশূর ও চামরাজনগরে জয়ের ব্যাপারে উদগ্রীব কংগ্রেস।

বেঙ্গালুরু বা দক্ষিণ কর্নাটকের চেয়ে উত্তর কর্নাটকের ছবিটা বরং পরিষ্কার। এখান থেকে কংগ্রেস লাভের ফসল তুলবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। বাগলকোট, বেলগাঁও, চিক্কোডি, রাইচূড় ইত্যাদি হল উত্তর কর্নাটক এলাকার লোকসভা আসন।

কর্নাটকের ২৮টি আসনে মোট ভোটারের সংখ্যা ৪৬,২১১,৮৪৪ জন। ভোটকেন্দ্র রয়েছে ৫৪,২৬১টি। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

English summary
Several heavyweights are in poll fray in different seats of Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X