For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কোপে পদ্ম-শিবিরের সদর দফতর, একসঙ্গে আক্রান্ত ৫০ বিজেপি কর্মী

বিজেপি সদর দফতরে করোনার থাবা

Google Oneindia Bengali News

নতুন বছরের শুরুতেই প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দিল্লিতে বিজেপির সদরদপ্তরে করোনায় আক্রান্ত ৫০ বিজেপি কর্মী। বুধবার স্বাস্থ্য সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দিল্লির বিজেপির সদর দফতরে বেশ কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৫০ জনের সংক্রমনের খবর মিলেছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছেন,বিভিজি স্টাফ, এরা সকলেই পরিষ্কার, পরিচ্ছন্ন করার সঙ্গে যুক্ত। রয়েছেন নিরাপত্তা রক্ষী এবং মিডিয়া সহ ইনচার্জ সঞ্জয় ময়ূখ। কোভিড প্রটোকল মেনে এরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।

করোনার কোপে পদ্ম-শিবিরের সদর দফতর, একসঙ্গে আক্রান্ত ৫০ বিজেপি কর্মী


সূত্রের খবর, সংক্রমনের খবর মিলতেই গোটা অফিস জীবাণুমুক্ত করা হয়েছে। নিয়মিতভাবে সকলের করোনা পরীক্ষা করা হচ্ছে। অফিসে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই অফিসে আসছেন। মঙ্গলবার বিজেপির সদরদপ্তরে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে একটি কোর কমিটির বৈঠক হয়। প্রথম পর্যায়ের বৈঠক হলেও বুধবার দ্বিতীয় পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইতিমধ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বেরও করোনা সংক্রমিত হওয়ার খবর মিলেছে। সপ্তাহের শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার করোনা সংক্রমনের খবর সামনে এসেছে।নাড্ডা নিজে টুইট করে জানিয়েছিলেন, প্রাথমিক কিছু লক্ষণ ছিল। সেগুলি দেখেই করোনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসলে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে আইসোলেটেড করেছি। আমি বর্তমানে আমি সুস্থ রয়েছি। পাশাপাশি কয়েকদিন ধরে নাড্ডার সংস্পর্শে যারা যারা এসেছেন, তাদের সকলকে করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

জে পি নাড্ডার পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ​​ভাটও করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

এদিকে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। এরই সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ কোটি ৬০ লাখের কোটায়। আক্রান্ত সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। তবে কিছুটা হলেও আশার আলো দেখিয়ে এই একই সময়ে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৪০৫ জন করোনা আক্রান্ত। তবে লাগাতার জারি রয়েছে ওমিক্রন আক্রান্ত বৃদ্ধির সংখ্যা। এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্ত সংখ্যা ৪ হাজার ৮৬৮ জন। সেই সঙ্গে বেড়েছে দেশে সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুজায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১১.০৫ শতাংশ।

English summary
several bjp workers were attacked by corona in delhi bjp headquarters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X