For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌সপ্তম রাজ্য হিসাবে তেলঙ্গানায় সিএএ–এনপিআর বিরোধী রেজোলিউশন পাশ

‌সপ্তম রাজ্য তেলঙ্গানায় সিএএ–এনআরপি বিরুদ্ধ রেজোলিউশন পাশ

Google Oneindia Bengali News

তেলাঙ্গানা রাজ্য আইনসভা সর্বসম্মতিক্রমে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধকের (এনপিআর) বিরোধী একটি রেজোলিউশন সর্বসম্মতিক্রমে পাশ করেছে সেরাজ্যে।

সিএএ–এনপিআর নিয়ে রেজোলিউশন পাশ

সিএএ–এনপিআর নিয়ে রেজোলিউশন পাশ

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সোমবার সিএএ ও এনআরপির বিরুদ্ধে রেজোলিউশন পাশের জন্য সোমবার পদক্ষেপ নেন। রেজোলিউশনে বলা হয়েছে যে, ‘‌ভারতের জনগণের একটি বিশাল অংশের মধ্যে উদ্বেগের পরিপ্রেক্ষিতে, তেলঙ্গানা আইনসভা কোনও ধর্মের বা অন্য কোনও দেশের সমস্ত উল্লেখ মুছে ফেলার জন্য ভারত সরকারকে নাগরিকত্ব সংশোধন আইন, ২০১৯ সংশোধন করার আহ্বান জানিয়েছে।'‌ তেলঙ্গানার রেজোলিউশনে আরও বলা হয়েছে, ‘‌এনআরপি ও এনআরসির মতো মহড়ার হাত থেকে তেলঙ্গানাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য এই বিধানসভা রাজ্য সরকারকে আর্জি জানাচ্ছে।'‌ রেজোলিউশনটি পাশ করানোর জন্য মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দেশের জন্য এ জাতীয় বিভাজনমূলক ও সংকীর্ণ রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন, নাগরিকত্বের প্রয়োজনীয়তা থাকলেও এটি মঞ্জুরি দেওয়ার বর্তমান পদ্ধতি সঠিক নয়।

রেজোলিউশন ছিঁড়ে দেন বিজেপি বিধায়ক

রেজোলিউশন ছিঁড়ে দেন বিজেপি বিধায়ক

মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের রোখার জন্য সরকার প্রাচীর তৈরি করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের বক্তব্যকে স্মরণ করে চন্দ্রশেখর রাও জানান যে, কেন্দ্রীয় সরকার যদি মায়ানমারের সীমান্তে দেওয়াল নির্মাণ করতে চায়, তেলেঙ্গানা সরকারও প্রস্তুত ছিল এই উদ্যোগকে সমর্থন করতে। রাও এটাও স্মরণ করায় যে টিআরএস সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তিকেও সমর্থন করেছে। কিন্তু সিএএ ও এনআরসি সংবিধান বিরুদ্ধ। এই রেজোলিউশনকে সমর্থন জানিয়েছে এমআইএম ও কংগ্রেস। কিন্তু বিধানসভায় উপস্থিত বিজেপির টি রাজা এই রেজোলিউশনের প্রতিলিপি ছিঁড়ে দেন। তিনি স্পিকারের মঞ্চে ছুটে এসে সিএএ, এনপিআর এবং এনআরসি নিয়ে তেলঙ্গানার জনগণকে ‘‌মিথ্যা'‌ বলার জন্য টিআরএস সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন।

সপ্তম রাজ্য তেলঙ্গানা

সপ্তম রাজ্য তেলঙ্গানা

তেলঙ্গানা হল সপ্তম রাজ্য যেখানে এই দুই আইনের বিরুদ্ধে রেজোলিউশন পাশ করানো হল। এর আগে কেরল, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং বিহার বিধানসভায় এধরনের রেজোলিউশন পাশ হয়েছে।

করোনা থাবায় পিছল রাজ্যের পুরভোট, ৩০ মার্চ পর্যন্ত কোনও কাজ নয় জানিয়ে দিল কমিশনকরোনা থাবায় পিছল রাজ্যের পুরভোট, ৩০ মার্চ পর্যন্ত কোনও কাজ নয় জানিয়ে দিল কমিশন

English summary
While the MIM and the Congress supported the resolution, the lone member of the BJP in the Assembly T Raja Singh tore a copy of the resolution, rushed to the Speaker's podium and raised slogans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X