For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপ মুখ্যমন্ত্রীর সঙ্গী বিধায়ক সংখ্যা নিয়ে জল্পনা! দলে ফিরেছেন ৭ জন, দাবি শারদ পাওয়ার গোষ্ঠীর

ঠিক কতজন এনসিপি বিধায়ক শনিবার সকালে মহারাষ্ট্রের রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন? এই প্রশ্নের উত্তর নিয়েই জল্পনা। কেননা এনসিপির তরফে দাবি করা হয়েছে, সেখানে উপস্থিত অনন্ত ৭ বিধায়ক ফিরেছেন

  • |
Google Oneindia Bengali News

ঠিক কতজন এনসিপি বিধায়ক শনিবার সকালে মহারাষ্ট্রের রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন? এই প্রশ্নের উত্তর নিয়েই জল্পনা। কেননা এনসিপির তরফে দাবি করা হয়েছে, সেখানে উপস্থিত অনন্ত ৭ বিধায়ক দলে ফিরে এসেছেন। অন্যদিকে শারদ পাওয়ার গোষ্ঠীর তরফ থেকে দাবি করা হয়েছে, অন্নত ৫০ জন বিধায়ক দলে রয়েছেন। প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে ৫৪ টি আসনে জয়ী হয়েছিল এনসিপি।

অজিত পাওয়ারের পিছনে কত বিধায়ক?

অজিত পাওয়ারের পিছনে কত বিধায়ক?

এদিন সকালে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। এই শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বেশ কয়েকজন এনসিপি বিধায়ক। কিন্তু সেই সংখ্যাটা কত, তা নিয়ে প্রশ্ন উঠছে।

অন্ধকারে রেখেই অনুষ্ঠানে আমন্ত্রণ

অন্ধকারে রেখেই অনুষ্ঠানে আমন্ত্রণ

নাসিক জেলার দুই এনসিপি বিধায়ক দিলীপ বানকর এবং মানিকরাও কোকাটে আলাদাভাবে টুইক করে জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে তাঁদের অন্ধকারে রেখেই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁরা দাবি করেছেন, এনসিপি সুপ্রিমোর সঙ্গেই রয়েছেন তাঁরা।

এনসিপিতে 'ফিরেছেন' যাঁরা

এনসিপিতে 'ফিরেছেন' যাঁরা

এনসিপিতে শারদ পাওয়ারের পাশে থাকার কথা জানিয়েছেন আরও ছয় বিধায়ক। তাঁরা হলেন, বুলধানার রাজেন্দ্র সিংনে, বিডের সন্দীপ কিরসাগর, মাভালের সুনীল সেলকে, বিক্রমগাডের সুনীল ভুসারা, দিনদোরির নরহরি জিরওয়াল এবং ওয়াডগাঁও শেরির সুনীল তিংরে। ছাড়াও পারলির বিধায়ক ধনঞ্জয় মুণ্ডে, যিতি রাজভবনের অনুষ্ঠানে ছিলেন, তিনি পরে সিনিয়র পাওয়ারের ডাকা বৈঠকে হাজির ছিলেন।

রাজভবনে ছিলেন ৮-১০ জন বিধায়ক

রাজভবনে ছিলেন ৮-১০ জন বিধায়ক

বুলধানার রাজেন্দ্র সিংনে শারদ পাওয়ারের পাশে বসে জানিয়েছেন, তিনি যখন রাজভবনে গিয়েছিলেন, তখন সেখানে ৮-১০ জন বিধায়ককে দেখেছিলেন। কেউই প্রশ্ন করেননি, কেন তাঁদের সেখানে ডাকা হয়েছে। শপথ গ্রহণের পরে তাঁরা শারদ পাওয়ারের সঙ্গে দেখা করেন।

English summary
Seven MLAs claimed to have returned to NCP who attened oath taking ceremony in Maharashtra Rajbhavan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X