For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিসগড়ে এনকাউন্টার, মৃত সাত মাওবাদী, এলাকায় জারি সতর্কতা

শুক্রবার সকালে ছত্তিসগড়ের বিজাপুর জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৫ মহিলা সদস্য সহ ৭ মাওবাদি জঙ্গির।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সকালে ছত্তিসগড়ের বিজাপুর জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ৭ মাওবাদীর।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বিজাপুরের ইপেন্টার কাছে ওই সংঘর্ষ হয়। জায়গাটি ছত্তিসগড়-তেলেঙ্গানা সীমান্তের কাছে।

ছত্তিসগড়ে এনকাউন্টার, মৃত সাত মাওবাদি, এলাকায় জারি সতর্কতা

[আরও পড়ুন:রেরা বা রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট প্রয়োগে কোন কোন রাজ্য এগিয়ে, কোথায় পশ্চিমবঙ্গ জানুন][আরও পড়ুন:রেরা বা রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট প্রয়োগে কোন কোন রাজ্য এগিয়ে, কোথায় পশ্চিমবঙ্গ জানুন]

সেখানে টহল দিচ্ছিল ছত্তিশগড় পুলিশ ও তেলেঙ্গানার বিশেষ গ্রেহাউন্ড বাহিনী। সেসময় হঠাৎই তাদের এপর হামলা করে মাওবাদিদের দলটি। কিন্তু কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী। তাদের গুলিতে মৃত্যু হয় ৫ মহিলা সদস্য সহ ৭ মাওবাদি জঙ্গির। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। যার মধ্যে আছে, একটি এসএলআর, একটি রিভলভার, চারটি এসবিবিএল বন্দুক, ছ'টি রকেট লঞ্চার, তিনটি গ্রেনেড ও চারজোড়া জলপাই রঙের পোশাক।

ঘটনার পরপরই ছত্তিশগড় ও তেলেঙ্গানার সীমান্তের জঙ্গল সংলগ্ন ওয়াজেরু, ভেঙ্কটপুরম, চারলা, এতুরুনাগারাম, মাঙ্গাপেত এলাকায় সতর্কতা জারি করে হয়। ওই এলাকাগুলিতে বিপুল সংখ্য়ায় সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। গত রবিবার মহারাষ্ট্রের গাড়চিরলিরতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ৩৯ জন নকশালপন্থীর। পুলিসের অনুমান সেই ঘটনারই প্রতিশোধ নিতে এসেছিল মাওবাদিদের দলটি।

[আরও পড়ুন: বর্তমান আর্থিক বছরে ৮০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা][আরও পড়ুন: বর্তমান আর্থিক বছরে ৮০ হাজার কর্মী নিয়োগ করবে এই সংস্থা]

English summary
Seven Maoists including five women killed in Chhattisgarh encounter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X