তামিলনাড়ুতে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদীর
স্থানীয় মন্দিরে এক উতসব উপলক্ষ্যে অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তিরুচিরাপল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে তুরাইয়ুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় মন্দিরে 'পাড়িকাসু' নামে স্থানীয় এক রীতি চলছিল। মন্দিরের কয়েন বিলি করা হচ্ছিল। চিতিরা পৌর্নামি উতসব উপলক্ষ্যে এই রীতি প্রতিবছর পালন করা হয় স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
Tamil Nadu: 7 people died and more than 10 people were injured in stampede at Karupu Swamy temple in Muthampalayam, earlier today. PM Modi has announced an ex- gratia of Rs 2 lakh each for the next of kin of those who died and Rs 50,000 each for those were injured in the incident
— ANI (@ANI) April 21, 2019
ঘটনায় তীব্র শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী। মোদী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পলানিস্বামী ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা হয়।
নিহতদের মধ্যে চারজন মহিলা ছিলেন। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এই মন্দিরে কয়েন বিলি এক পূণ্য প্রথা বলে সকলে মনে করেন। সেই কয়েন বাড়িতে রাখলে সৌভাগ্য আসে বলেও সকলে মনে করেন। তা নিতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।