For Quick Alerts
For Daily Alerts
রাজস্থানে বাজির দোকানে আগুন লেগে মৃত কমপক্ষে ৭

রাত একটা নাগাদ এই ঘটনার সূত্রপাত। বারমেরের বালোতরায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুর থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই বালোটরা। বারমেরের পুলিশ সুপার হেমন্ত শর্মা সংবাদসংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত সাতটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তল্লাশি কাজ এখনও চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, মনে হচ্ছে দোকানে যখন আগুন লাগে তখন ওই সাত ব্যক্তি কোনভাবে দোকানের মধ্যেই আটকে পড়েন। বেরতে না পেরে আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। কিন্তু দোকানে বাজি থাকায় আগুন বাজিতে লেগে বিস্ফোরণ হয়। এবং আগুন বড় আকার ধারণ করে।
কীভাবে এই আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।