For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ধর্মঘট, বিপর্যস্ত পরিষেবা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক ধর্মঘট
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর: বেতন বৃদ্ধির দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ধর্মঘটের পথে হাঁটায় বুধবার দেশ জুড়ে বিপর্যস্ত হল ব্যাঙ্ক পরিষেবা। ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আট লক্ষ কর্মচারী এই ধর্মঘটে অংশ নেন।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)-এর আহ্বায়ক সি এইচ ভেঙ্কটচলম জানান, করণিক ও অফিসারদের ন'টি সংগঠন এদিনের ধর্মঘটে অংশ নিয়েছে। ধর্মঘট সর্বাত্মক। স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কর্পোরেশন ব্যাঙ্ক-সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঝাঁপ ছিল সম্পূর্ণ বন্ধ। কলকাতা, চেন্নাই, হায়দরাবাদে ধর্মঘটের সমর্থনে স্লোগান দেওয়া হয়। বেঙ্গালুরুতেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ছিল বন্ধ।

ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কার্স সংগঠনটির সাধারণ সম্পাদক অশ্বিনী রানা বলেন, গত ১৪ ডিসেম্বর ইউএফবিইউ ও আইবিএ (ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন) আলোচনায় বসেছিল বেতন বৃদ্ধি ইস্যুতে। আইবিএ মাত্র ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। এটা ব্যাঙ্ক কর্মচারীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ধর্মঘটের পথে যেতে হয়েছে। প্রসঙ্গত, ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০ হাজার শাখা রয়েছে সারা দেশে। এতে আট লক্ষ করণিক-অফিসার কর্মরত।

English summary
Services hit as nationalized banks go on strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X