For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার ব্যাঙ্ক প্রতারণা! ম্যালওয়্যার হানায় হাতানো হল ৯৪ কোটিরও বেশি

ব্যাঙ্কের সার্ভারে ম্যালওয়্যার হানা ও দুদিন ধরে ব্যাঙ্কের হাজারের উপর ডেবিট কার্ড ক্লোন করে হাপিশ করে দেওয়া হল পুনের সমবায় ব্যাঙ্ক কসমস ব্যাঙ্কের ৯৪ কোটি টাকা!

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্কের সার্ভারে ম্যালওয়্যার হানা ও দুদিন ধরে ব্যাঙ্কের হাজারের উপর ডেবিট কার্ড ক্লোন করে হাপিশ করে দেওয়া হল পুনের সমবায় ব্যাঙ্ক কসমস ব্যাঙ্কের ৯৪ কোটি টাকা! কানাডা ও হংকং-এর মোট ২৫টি ও ভারতের কয়েকটি এটিএম ব্যবহার করে ১১ ও ১৩ আগস্ট এই প্রতারণা হয়েছে। মূলত ভিসা ও রুপে কার্ড ক্লোন করা হয়েছে বলে জানা গিয়েছে।

ম্যালওয়্যার হানায় হাওয়া ৯৪ কোটি টাকা!

তবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কোনও টাকা খোয়া যায়নি বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যা গিয়েছে তার সবটাই ব্যাঙ্কের। এই বিষয়ে পুনের পুলিশের কাছে তারা একটি অভিয়োগ নথিবদ্ধ করেছেন। তারা জানিয়েছেন কোর ব্যাঙ্কিং সিস্টেম বা সিবিএস অক্ষতই রয়েছে। ম্যালওয়্যার হানাটি হয়েছে একটি সুইচে, যার মাধ্যমে ভিসা ও রুপে ডেবিট কার্ডের গেটওয়েগুলি পরিচালিত হয়।

জানা গিয়েছে হ্যাকাররা ডেবিচকার্ডের ক্লোন করার পাশাপাশি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার একটি সমান্তরাল সিস্টেন ব্।বহার করে নিজেরাই অ্যাপ্রুভ করে দুই থেকে তিনবারে ৯৪ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে। ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন ভিসা ও রুপেঃর তরফেই এই প্রতারণার কতা প্রথম জানান হয় রিজার্ভ ব্যাঙ্কে। পরে এই সাইবার অ্যাটাকের বিষয়টি বুঝতে পারে ব্যাঙ্ক।

আপাতত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কসমস ব্যাঙ্ক তার যাবতীয় সার্ভার বন্ধ রেখেছে। বন্ধ রাখা হয়েছে নেট ব্যাঙ্কিং পরিষেবাও। ব্যাঙ্কের দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে ম্যালওয়্যারটি অজ্ঞাত। জানা গিয়েছে ১ আগস্ট ১২ হাজারটির বেশি ট্রান্সকশন করে হ্যাকাররা প্রায় ৭৮ কোটি টাকা ভারতের বাইরে পাঠিয়ে দেয়। দ্বিতীয়বারে মোট ২ হাজার ৮৪৯টি ট্রান্সকশনে ভারতের মধ্যেই ২.৫ কোটি টাকা সরানো হয়। ১৩ আগস্ট সুইফ্ট ট্রান্সকশনের মারফত ১৩.৯২ কোটি টাকা হংকং-এর একটি ব্যাঙ্কে ট্রান্সফার করা হয়।

English summary
Through a malware attack on the server and cloning, thousands of the bank’s debit cards over a period of two days over Rs 94 crore is siphoned off from Pune-based Cosmos Bank.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X